সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ফ্রান্সে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে এক বাংলাদেশির খুন হওয়ার খবর পাওয়া গেছে। সোহেল রানা (৪৩) নামে ওই প্রবাসী স্থানীয় সময় গত ২১ মে ভোরে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন। পরে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ মে ভোরে তিনি মারা যান।
সিরাজদিখান থানা–পুলিশ বিষয়টি জানলেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি। সরকারের পক্ষ থেকেও এখনো এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নিহত সোহেল রানার পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের মো. আজিজুল হকের পুত্র। আইইয়াস নামে তাঁর ৩ বছরের একটি সন্তান রয়েছে। সোহেল স্ত্রী–সন্তানকে নিয়ে প্যারিসেই থাকতেন।
নিহত সোহেলের বাবা আজিজুল হক বলেন, ‘আমার ছেলে প্যারিসের একটি রেস্টুরেন্টে রাতের বেলায় কাজ করত। হোটেলের মালিকসহ সবাই আমার ছেলেকে খুব আদর করত। প্রতিদিনের মতো গত শনিবার ভোর ৫টার দিকে কাজ শেষে সবাই বাসার উদ্দেশে বের হয়ে গেলে আমার ছেলে বের হয় ১০ মিনিট পর। রেস্টুরেন্টের কাছের একটি গলিতে সন্ত্রাসীরা মিলে আমার ছেলেকে মারধর করে পালিয়ে যায়।’
সোহেলের বাবা আরও বলেন, ‘তাঁর মাথার আঘাতটা ছিল খুব বেশি। পরে পুলিশ ওকে হাসপাতালে নিয়ে যায়। ৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’
সোহেলের মৃত্যুর ঘটনায় রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে ফ্রান্সের একটি থানায় মামলা দায়ের করেছে বলেও জানান আজিজুল হক।
লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। খবরটি শোনার পর থেকেই মর্মাহত।’
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ‘মেসেজটা পেয়ে আমরা নিহতের বাড়িতে খোঁজ নিয়েছি। নিহতের বাবা মা ঢাকায় শান্তিনগরে বসবাস করেন। তাদের সাথে মোবাইলে যোগাযোগ করা হচ্ছে।’

ফ্রান্সে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে এক বাংলাদেশির খুন হওয়ার খবর পাওয়া গেছে। সোহেল রানা (৪৩) নামে ওই প্রবাসী স্থানীয় সময় গত ২১ মে ভোরে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন। পরে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ মে ভোরে তিনি মারা যান।
সিরাজদিখান থানা–পুলিশ বিষয়টি জানলেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি। সরকারের পক্ষ থেকেও এখনো এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নিহত সোহেল রানার পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের মো. আজিজুল হকের পুত্র। আইইয়াস নামে তাঁর ৩ বছরের একটি সন্তান রয়েছে। সোহেল স্ত্রী–সন্তানকে নিয়ে প্যারিসেই থাকতেন।
নিহত সোহেলের বাবা আজিজুল হক বলেন, ‘আমার ছেলে প্যারিসের একটি রেস্টুরেন্টে রাতের বেলায় কাজ করত। হোটেলের মালিকসহ সবাই আমার ছেলেকে খুব আদর করত। প্রতিদিনের মতো গত শনিবার ভোর ৫টার দিকে কাজ শেষে সবাই বাসার উদ্দেশে বের হয়ে গেলে আমার ছেলে বের হয় ১০ মিনিট পর। রেস্টুরেন্টের কাছের একটি গলিতে সন্ত্রাসীরা মিলে আমার ছেলেকে মারধর করে পালিয়ে যায়।’
সোহেলের বাবা আরও বলেন, ‘তাঁর মাথার আঘাতটা ছিল খুব বেশি। পরে পুলিশ ওকে হাসপাতালে নিয়ে যায়। ৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’
সোহেলের মৃত্যুর ঘটনায় রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে ফ্রান্সের একটি থানায় মামলা দায়ের করেছে বলেও জানান আজিজুল হক।
লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। খবরটি শোনার পর থেকেই মর্মাহত।’
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ‘মেসেজটা পেয়ে আমরা নিহতের বাড়িতে খোঁজ নিয়েছি। নিহতের বাবা মা ঢাকায় শান্তিনগরে বসবাস করেন। তাদের সাথে মোবাইলে যোগাযোগ করা হচ্ছে।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৮ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৯ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৬ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে