
আমাদের দেশের প্রবীণরা নিজেদের দাঁতের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে উদাসীন থাকেন। ফলে প্রায় ২৩ শতাংশ প্রবীণ ৬৫ থেকে ৭৫ বছর বয়সের মধ্যেই দাঁত হারিয়ে ফেলেন। দাঁত হারানোর ফলে সৃষ্ট পেরিওডন্টাল নানা সমস্যা শরীরের অন্যান্য অংশেও প্রভাব ফেলে। এতে ওরাল ক্যানসারের মতো প্রাণঘাতী রোগও হতে পারে। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে প্রবীণ হিতৈষী সংঘে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
দাঁতের সুরক্ষা নিয়ে কাজ করা ডেন্টাল পেশাজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘টুথ ফেইরি ফাউন্ডেশন’ আয়োজিত এ সেমিনারে প্রায় ৫০ জন প্রবীণ অংশ নেন। সেমিনারে প্রবীণরা তাঁদের দাঁতের রোগ সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। ১০ জন অভিজ্ঞ ডেন্টাল সার্জন এই সেমিনারে মুখগহ্বরের যত্নের নানা দিক তুলে ধরেন।
টুথ ফেইরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের একজন ডা. রিজওয়ান হিমেল বলেন, ‘বয়স হওয়ার সঙ্গে সঙ্গেই বয়স্ক জনগোষ্ঠীর মাঝে দাঁত ও মুখগহ্বরের স্বাস্থ্যের যত্নের প্রতি আগ্রহ কমে যায়। ফলে তাঁরা দাঁত ও মাড়ির প্রদাহজনিত রোগ ছাড়াও অন্যান্য মুখগহ্বরের রোগেও আক্রান্ত হয়ে পড়েন। যেমন: ওরাল ক্যানসার, ওরাল আলসার, স্যালাইভারি গ্ল্যান্ড ডিসফাংকশান সিনড্রোম, টেস্ট ইমপেয়ারমেন্ট ইত্যাদি। এসব বিষয়ে তাঁদের সচেতন করাটা জরুরি। সাধারণ যে রোগগুলি হয় তা থেকে তাঁরা কীভাবে সুরক্ষা পাবেন সে বিষয়গুলি নিয়ে সরাসরি আলোচনা করলে অনেকেই বুঝতে পারবেন তাঁরা কেনো আক্রান্ত হচ্ছেন এবং এর প্রতিকার কী।’
প্রবীণ সংঘের নির্বাহী সদস্য রওশন এ রহমান বলেন, ‘এখানে প্রবীণেরা একা থাকেন। পরিবারের সদস্যদের কাছে পান না। ফলে তাঁদের যে নিজেদের যত্নেরও কিছু বিষয় আছে সেটা অনেক সময় অবহেলিত হয়ে পড়ে। আজকের সেমিনারের পর প্রবীণরা দাঁতের যত্নের বিষয়ে সচেতন হবেন।’
সেমিনারের সঞ্চালক টুথ ফেইরি ফাউন্ডেশনের কনসালট্যান্ট ডা. সাবিকুন নাহার সুমি বলেন, ‘আমরা অনেকেই মনে করি, প্রবীণ মানেই দাঁত থাকবে না, এটাই স্বাভাবিক। ফলে দাঁতের যত্নের বিষয়টিও আমরা ভুলে যাই। আর আমরা দাঁতের যত্নের ব্যাপারে শুরু থেকেই উদাসীন। ফলে প্রবীণ হওয়ার আগেই আমাদের দাঁতের নানা সমস্যা দেখা দেয়। নিয়মিত দাঁতের যত্ন ও ডাক্তারের পরামর্শ নেওয়ার ফলে প্রবীণদের দাঁতও সুরক্ষিত রাখা সম্ভব।’
সেমিনার শেষে প্রবীণদের সঙ্গে ইফতারে অংশ নেন অভিজ্ঞ ডেন্টাল সার্জন ও টুথ ফেইরির স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা।
প্রসঙ্গত, কয়েকজন ডেন্টাল সার্জনের উদ্যোগে প্রতিষ্ঠিত টুথ ফেইরি ফাউন্ডেশন ২০১২ সাল থেকে দাঁতের যত্ন সংক্রান্ত সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মুখগহ্বরের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে থাকে।

আমাদের দেশের প্রবীণরা নিজেদের দাঁতের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে উদাসীন থাকেন। ফলে প্রায় ২৩ শতাংশ প্রবীণ ৬৫ থেকে ৭৫ বছর বয়সের মধ্যেই দাঁত হারিয়ে ফেলেন। দাঁত হারানোর ফলে সৃষ্ট পেরিওডন্টাল নানা সমস্যা শরীরের অন্যান্য অংশেও প্রভাব ফেলে। এতে ওরাল ক্যানসারের মতো প্রাণঘাতী রোগও হতে পারে। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে প্রবীণ হিতৈষী সংঘে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
দাঁতের সুরক্ষা নিয়ে কাজ করা ডেন্টাল পেশাজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘টুথ ফেইরি ফাউন্ডেশন’ আয়োজিত এ সেমিনারে প্রায় ৫০ জন প্রবীণ অংশ নেন। সেমিনারে প্রবীণরা তাঁদের দাঁতের রোগ সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। ১০ জন অভিজ্ঞ ডেন্টাল সার্জন এই সেমিনারে মুখগহ্বরের যত্নের নানা দিক তুলে ধরেন।
টুথ ফেইরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের একজন ডা. রিজওয়ান হিমেল বলেন, ‘বয়স হওয়ার সঙ্গে সঙ্গেই বয়স্ক জনগোষ্ঠীর মাঝে দাঁত ও মুখগহ্বরের স্বাস্থ্যের যত্নের প্রতি আগ্রহ কমে যায়। ফলে তাঁরা দাঁত ও মাড়ির প্রদাহজনিত রোগ ছাড়াও অন্যান্য মুখগহ্বরের রোগেও আক্রান্ত হয়ে পড়েন। যেমন: ওরাল ক্যানসার, ওরাল আলসার, স্যালাইভারি গ্ল্যান্ড ডিসফাংকশান সিনড্রোম, টেস্ট ইমপেয়ারমেন্ট ইত্যাদি। এসব বিষয়ে তাঁদের সচেতন করাটা জরুরি। সাধারণ যে রোগগুলি হয় তা থেকে তাঁরা কীভাবে সুরক্ষা পাবেন সে বিষয়গুলি নিয়ে সরাসরি আলোচনা করলে অনেকেই বুঝতে পারবেন তাঁরা কেনো আক্রান্ত হচ্ছেন এবং এর প্রতিকার কী।’
প্রবীণ সংঘের নির্বাহী সদস্য রওশন এ রহমান বলেন, ‘এখানে প্রবীণেরা একা থাকেন। পরিবারের সদস্যদের কাছে পান না। ফলে তাঁদের যে নিজেদের যত্নেরও কিছু বিষয় আছে সেটা অনেক সময় অবহেলিত হয়ে পড়ে। আজকের সেমিনারের পর প্রবীণরা দাঁতের যত্নের বিষয়ে সচেতন হবেন।’
সেমিনারের সঞ্চালক টুথ ফেইরি ফাউন্ডেশনের কনসালট্যান্ট ডা. সাবিকুন নাহার সুমি বলেন, ‘আমরা অনেকেই মনে করি, প্রবীণ মানেই দাঁত থাকবে না, এটাই স্বাভাবিক। ফলে দাঁতের যত্নের বিষয়টিও আমরা ভুলে যাই। আর আমরা দাঁতের যত্নের ব্যাপারে শুরু থেকেই উদাসীন। ফলে প্রবীণ হওয়ার আগেই আমাদের দাঁতের নানা সমস্যা দেখা দেয়। নিয়মিত দাঁতের যত্ন ও ডাক্তারের পরামর্শ নেওয়ার ফলে প্রবীণদের দাঁতও সুরক্ষিত রাখা সম্ভব।’
সেমিনার শেষে প্রবীণদের সঙ্গে ইফতারে অংশ নেন অভিজ্ঞ ডেন্টাল সার্জন ও টুথ ফেইরির স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা।
প্রসঙ্গত, কয়েকজন ডেন্টাল সার্জনের উদ্যোগে প্রতিষ্ঠিত টুথ ফেইরি ফাউন্ডেশন ২০১২ সাল থেকে দাঁতের যত্ন সংক্রান্ত সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মুখগহ্বরের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে থাকে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
২০ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৩৪ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে