নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকার ব্যবসায়ী জুয়েল শিকদার। পুরোনো প্লাস্টিকের পণ্য কিনে রিসাইকেল করে বিক্রি করতেন তিনি। সেই প্লাস্টিকের পণ্য বিক্রির ফাঁদে ফেলেই জুয়েল ও তার কর্মচারী মোর্শেদকে বরিশালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁদের সঙ্গে থাকা টাকা হাতিয়ে নিয়ে হত্যা করে মরদেহ মেঘনা নদীতে ফেলে দেন অপহরণকারীরা।
এই ঘটনায় জড়িত চারজনকে বরিশালের মেহেন্দিগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম-কমিশনার বিজয় বিপ্লব তালুকদার।
বিজয় বিপ্লব তালুকদার বলেন, ‘জুয়েল সিকদার রাজধানীর চকবাজারের প্লাস্টিক ব্যবসায়ী। তাঁর পূর্ব পরিচিত দেলোয়ার হোসেন মোল্লা নামে এক ব্যক্তি তাঁকে কম দামে প্লাস্টিকের কাঁচামাল কেনার প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হয়ে ব্যবসায়ী জুয়েল ও তাঁর কর্মচারী মোর্শেদ গত ১৪ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ঘাটে যান। সেখানে কথিত ব্যবসায়ী নুরুজ্জামান, আজিজ ও হাফিজ নামে এক মাঝি একটি ট্রলারে করে তাঁদের মেঘনা নদীতে নিয়ে যান। পরে তাঁদের চোখে মরিচের গুঁড়া লাগিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে তাঁদের মোবাইল ফোন বন্ধ করে জুয়েলের সঙ্গে থাকা ৫ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন অপহরণকারীরা। এরপর জুয়েল ও তাঁর কর্মচারী নিস্তেজ হয়ে পড়লে তাঁদের মরদেহ মেঘনা নদীতে ফেলে পালিয়ে যান তাঁরা।’
বিজয় বিপ্লব তালুকদার আরও জানান, এ ঘটনার তিন দিন পর বরিশালের মুলাদী ও ইলিশায় জুয়েল ও তাঁর কর্মচারী মোর্শেদের লাশ পাওয়া যায়। পরে নিহত জুয়েলের বাবা চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রযুক্তির সহায়তা নিয়ে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবসায়ী জুয়েল শিকদার ও তাঁর কর্মচারী মোর্শেদ আলম হত্যাকাণ্ডে জড়িত চারজনকে বরিশালের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপির ওয়ারি বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন—নুরুজ্জামান হাওলাদার (৪০), মো. আ. আজিজ শিকদার (৩৪), হাফেজ চৌকিদার (৪৬) দেলোয়ার হোসেন মোল্লা ওরফে দেলু (৩৫)। এ সময় তাঁদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে যুগ্ম কমিশনার বলেন, ‘অপহরণকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মরিচের গুঁড়া চোখে লাগিয়ে দিয়ে গলা চেপে ধরে তাঁদের নিস্তেজ করে ফেলেন। পরে জুয়েলের সঙ্গে থাকা টাকা হাতিয়ে নিয়ে তাঁদের মেঘনা নদীতে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।’
এক প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ অপরাধ চক্র। তাঁরা এর আগেও এ ধরনের অপরাধ করেছে। তাঁদের রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

রাজধানীর পুরান ঢাকার ব্যবসায়ী জুয়েল শিকদার। পুরোনো প্লাস্টিকের পণ্য কিনে রিসাইকেল করে বিক্রি করতেন তিনি। সেই প্লাস্টিকের পণ্য বিক্রির ফাঁদে ফেলেই জুয়েল ও তার কর্মচারী মোর্শেদকে বরিশালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁদের সঙ্গে থাকা টাকা হাতিয়ে নিয়ে হত্যা করে মরদেহ মেঘনা নদীতে ফেলে দেন অপহরণকারীরা।
এই ঘটনায় জড়িত চারজনকে বরিশালের মেহেন্দিগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম-কমিশনার বিজয় বিপ্লব তালুকদার।
বিজয় বিপ্লব তালুকদার বলেন, ‘জুয়েল সিকদার রাজধানীর চকবাজারের প্লাস্টিক ব্যবসায়ী। তাঁর পূর্ব পরিচিত দেলোয়ার হোসেন মোল্লা নামে এক ব্যক্তি তাঁকে কম দামে প্লাস্টিকের কাঁচামাল কেনার প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হয়ে ব্যবসায়ী জুয়েল ও তাঁর কর্মচারী মোর্শেদ গত ১৪ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ঘাটে যান। সেখানে কথিত ব্যবসায়ী নুরুজ্জামান, আজিজ ও হাফিজ নামে এক মাঝি একটি ট্রলারে করে তাঁদের মেঘনা নদীতে নিয়ে যান। পরে তাঁদের চোখে মরিচের গুঁড়া লাগিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে তাঁদের মোবাইল ফোন বন্ধ করে জুয়েলের সঙ্গে থাকা ৫ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন অপহরণকারীরা। এরপর জুয়েল ও তাঁর কর্মচারী নিস্তেজ হয়ে পড়লে তাঁদের মরদেহ মেঘনা নদীতে ফেলে পালিয়ে যান তাঁরা।’
বিজয় বিপ্লব তালুকদার আরও জানান, এ ঘটনার তিন দিন পর বরিশালের মুলাদী ও ইলিশায় জুয়েল ও তাঁর কর্মচারী মোর্শেদের লাশ পাওয়া যায়। পরে নিহত জুয়েলের বাবা চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রযুক্তির সহায়তা নিয়ে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবসায়ী জুয়েল শিকদার ও তাঁর কর্মচারী মোর্শেদ আলম হত্যাকাণ্ডে জড়িত চারজনকে বরিশালের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপির ওয়ারি বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন—নুরুজ্জামান হাওলাদার (৪০), মো. আ. আজিজ শিকদার (৩৪), হাফেজ চৌকিদার (৪৬) দেলোয়ার হোসেন মোল্লা ওরফে দেলু (৩৫)। এ সময় তাঁদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে যুগ্ম কমিশনার বলেন, ‘অপহরণকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মরিচের গুঁড়া চোখে লাগিয়ে দিয়ে গলা চেপে ধরে তাঁদের নিস্তেজ করে ফেলেন। পরে জুয়েলের সঙ্গে থাকা টাকা হাতিয়ে নিয়ে তাঁদের মেঘনা নদীতে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।’
এক প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ অপরাধ চক্র। তাঁরা এর আগেও এ ধরনের অপরাধ করেছে। তাঁদের রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৭ ঘণ্টা আগে