মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার শিকার এক নারীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রস্তাবে রাজি না হলে ওই নারীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
এসআই সুরুজ্জামান মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী নারী গত ১৬ মে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। তিনি জানান, তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি তাঁর বাবার বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে বসবাস করেন। দীর্ঘদিন ধরে একই গ্রামের আলেক মিয়া (৪৮) বিভিন্ন সময়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছেন। গত ২১ মার্চ ভোরে তিনি জোরপূর্বক তাঁর শ্লীলতাহানি করেন। এ সময় তিনি প্রতিবাদ করায় ইট দিয়ে আঘাত করে তাঁর বাম চোখসহ কপালে জখম করেন। বিষয়টি নিয়ে মির্জাপুর থানায় অভিযোগ দায়েরের পর এসআই সুরুজ্জামান মামলাটি রেকর্ডের জন্য তাঁর কাছ থেকে প্রথমে পনেরো হাজার টাকা এবং পরবর্তীতে আরও ২৩ হাজার টাকাসহ সর্বমোট আটত্রিশ হাজার টাকা নেন।
পরবর্তীতে ধর্ষণচেষ্টার অভিযোগকে যথাযথ ধারায় রেকর্ড না করে সাধারণ মারামারি ধারায় রেকর্ড করেন। এরপর ওই এসআই মোবাইলে ও তাঁর ইমোতে ফোন করে আপত্তিকর প্রস্তাব দেন। আপত্তিকর প্রস্তাবে রাজি না হলে মাদকের মামলা দিয়ে তাঁকে কোর্টে চালান করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে হুমকিমূলক কথাবার্তা বলেন।
ভুক্তভোগী নারীর মা বলেন, এসপি অফিসে অভিযোগ করার পর মামলা বাবদ ঘুষ নেওয়া ৩৮ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা ওই এসআই ফেরত দিয়ে যায়। বাকি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সিনিয়র স্যাররা তদন্ত করবে, তদন্ত করলেই সঠিক ঘটনা বেরিয়ে আসবে।’
এ বিষয়ে অভিযুক্ত এসআই সুরুজ্জামান বলেন, ‘অভিযোগের বিষয়ে পরে শুনেছি এবং দেখেছি। যে মামলা সম্পর্কে ওই নারী অভিযোগ করেছিল, সেই মামলাও আপস করে নিয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে পুলিশ সুপার বরাবার যে অভিযোগ করেছিল, সেটাও প্রত্যাহার করে নিয়েছেন।’
তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘অভিযোগের বিষয়টি আমার জানা নেই।’

টাঙ্গাইলের মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার শিকার এক নারীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রস্তাবে রাজি না হলে ওই নারীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
এসআই সুরুজ্জামান মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী নারী গত ১৬ মে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। তিনি জানান, তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি তাঁর বাবার বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে বসবাস করেন। দীর্ঘদিন ধরে একই গ্রামের আলেক মিয়া (৪৮) বিভিন্ন সময়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছেন। গত ২১ মার্চ ভোরে তিনি জোরপূর্বক তাঁর শ্লীলতাহানি করেন। এ সময় তিনি প্রতিবাদ করায় ইট দিয়ে আঘাত করে তাঁর বাম চোখসহ কপালে জখম করেন। বিষয়টি নিয়ে মির্জাপুর থানায় অভিযোগ দায়েরের পর এসআই সুরুজ্জামান মামলাটি রেকর্ডের জন্য তাঁর কাছ থেকে প্রথমে পনেরো হাজার টাকা এবং পরবর্তীতে আরও ২৩ হাজার টাকাসহ সর্বমোট আটত্রিশ হাজার টাকা নেন।
পরবর্তীতে ধর্ষণচেষ্টার অভিযোগকে যথাযথ ধারায় রেকর্ড না করে সাধারণ মারামারি ধারায় রেকর্ড করেন। এরপর ওই এসআই মোবাইলে ও তাঁর ইমোতে ফোন করে আপত্তিকর প্রস্তাব দেন। আপত্তিকর প্রস্তাবে রাজি না হলে মাদকের মামলা দিয়ে তাঁকে কোর্টে চালান করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে হুমকিমূলক কথাবার্তা বলেন।
ভুক্তভোগী নারীর মা বলেন, এসপি অফিসে অভিযোগ করার পর মামলা বাবদ ঘুষ নেওয়া ৩৮ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা ওই এসআই ফেরত দিয়ে যায়। বাকি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সিনিয়র স্যাররা তদন্ত করবে, তদন্ত করলেই সঠিক ঘটনা বেরিয়ে আসবে।’
এ বিষয়ে অভিযুক্ত এসআই সুরুজ্জামান বলেন, ‘অভিযোগের বিষয়ে পরে শুনেছি এবং দেখেছি। যে মামলা সম্পর্কে ওই নারী অভিযোগ করেছিল, সেই মামলাও আপস করে নিয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে পুলিশ সুপার বরাবার যে অভিযোগ করেছিল, সেটাও প্রত্যাহার করে নিয়েছেন।’
তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘অভিযোগের বিষয়টি আমার জানা নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে