নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের ছাদের রেস্তোরাঁ গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটি নকশাবহির্ভূত ও অবৈধভাবে ভবনটির ছাদে রেস্তোরাঁ পরিচালনা করে আসছিল বলে রাজউক কর্মকর্তারা দাবি করেছেন।
আজ রোববার বিকেলে রাজধানীর খিলক্ষেত ও আশপাশের এলাকায় রাজউক এ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ঢাকা রিজেন্সি হোটেলেও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্বে দেন রাজউকের অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান। তাঁরা মূলত হোটেলের ছাদে থাকা একটি রেস্তোরাঁয় রান্নাঘরসহ অন্য স্থাপনা গুঁড়িয়ে দেন।
রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘নকশার সঙ্গে ভবনের ব্যবহারের মিল না থাকায় আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি।’
অভিযান শেষে কর্মকর্তারা জানান, অনুমোদন ছাড়াই চলছিল রিজেন্সির ছাদের রেস্তোরাঁ। সেখানে কিচেন, পার্টি আয়োজন ও ক্রেতাদের বসার ব্যবস্থা ছিল। তবে এসবের কোনো অনুমোদন ছিল না। এ কারণে তাদের ছাদের রেস্তোরাঁ ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। রিজেন্সিকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় রিজেন্সির কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে রাজউক প্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
হোটেল রিজেন্সি ছাড়াও হোয়াইট হল, খাজানা ও মেইনল্যান্ড রেস্টুরেন্টকেও জরিমানা করা হয়। তাদেরও ব্যবসা পরিচালনাসহ অন্যান্য কাগজ নিয়ে ১৫ দিনের মধ্যে রাজউক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করারও নির্দেশ দেওয়া হয়।

ঢাকার খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের ছাদের রেস্তোরাঁ গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটি নকশাবহির্ভূত ও অবৈধভাবে ভবনটির ছাদে রেস্তোরাঁ পরিচালনা করে আসছিল বলে রাজউক কর্মকর্তারা দাবি করেছেন।
আজ রোববার বিকেলে রাজধানীর খিলক্ষেত ও আশপাশের এলাকায় রাজউক এ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ঢাকা রিজেন্সি হোটেলেও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্বে দেন রাজউকের অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান। তাঁরা মূলত হোটেলের ছাদে থাকা একটি রেস্তোরাঁয় রান্নাঘরসহ অন্য স্থাপনা গুঁড়িয়ে দেন।
রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘নকশার সঙ্গে ভবনের ব্যবহারের মিল না থাকায় আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি।’
অভিযান শেষে কর্মকর্তারা জানান, অনুমোদন ছাড়াই চলছিল রিজেন্সির ছাদের রেস্তোরাঁ। সেখানে কিচেন, পার্টি আয়োজন ও ক্রেতাদের বসার ব্যবস্থা ছিল। তবে এসবের কোনো অনুমোদন ছিল না। এ কারণে তাদের ছাদের রেস্তোরাঁ ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। রিজেন্সিকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় রিজেন্সির কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে রাজউক প্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
হোটেল রিজেন্সি ছাড়াও হোয়াইট হল, খাজানা ও মেইনল্যান্ড রেস্টুরেন্টকেও জরিমানা করা হয়। তাদেরও ব্যবসা পরিচালনাসহ অন্যান্য কাগজ নিয়ে ১৫ দিনের মধ্যে রাজউক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করারও নির্দেশ দেওয়া হয়।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৬ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২১ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে