Ajker Patrika

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

আজকের পত্রিকা ডেস্ক­
মতিঝিলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলায় অনেকে আহত হন। ছবি: জাহিদুল ইসলাম
মতিঝিলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলায় অনেকে আহত হন। ছবি: জাহিদুল ইসলাম

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। এতে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। ডিএমপির মতিঝিল থানায় এ মামলা করেন পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা।

শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন আরিফ আল খবির (৩৮), মো. আব্বাস (২৪), মো. জিয়াউল হক (২৮), মহিউদ্দিন রাহাত (২৩), মো. ইয়াকুব মজুমদার (২০), শাহাদত ফরাজী সাকিব (৩৫), সাহিদুর রহমান (২৫), শওকত (২১), রাজন হোসেন (২০), ওয়াফী (২০), মনোয়ার (২৪), মুহান (২০), জিহাদ (২২), সজীব (২৫), আব্দুল মালেক (২৮) ও গোলাম আলী নাইম (২৪)।

ওসি মেজবাহ উদ্দিন জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে মামলার ১ ও ২ নম্বর আসামি আরিফ আল খবির এবং মো. আব্বাসকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৫ জানুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি মিছিল মতিঝিলের এনসিটিবি ভবনের দিকে অগ্রসর হয়। কিন্তু মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারে একটি দল তাদের ওপর হামলা করে।

এতে পাহাড়ি ছাত্র পরিষদের অন্তত ১৫ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে অনন্ত বিকাশ ধামাই, ডন জেত্রা, রেং ইয়ং গ্রো, জুয়েল থিওটনিয়াস, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, টনি চিত্রান ও ফুটন্ত চাকমার নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, ডন জেত্রা এবং জুয়েল থিওটনিয়াস বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

অন্যদিকে অনন্ত বিকাশ ধামাই এবং ফুটন্ত চাকমার মাথায় ছয়টি করে সেলাই লেগেছে। বাকিরা হাসপাতাল এবং নিজ নিজ বাসায় চিকিৎসাধীন।

মামলার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই হামলার ঘটনা নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা এবং নিন্দার ঝড় উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত