নিজস্ব প্রতিবেদক, সাভার

মারধরের পর রবিউল ইসলাম (২২) নামে এক পোশাকশ্রমিককে মৃত ভেবে বস্তায় ভরে সড়কের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় এক রিকশাচালক পড়ে থাকা বস্তাটি নড়াচড়া করতে দেখেন। এ সময় তিনি বস্তা খুলে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে আজ সোমবার ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায়। তবে বেধড়ক মারধরের পর বস্তায় ভরে কবে তাঁকে ওই স্থানে ফেলা হয়েছে, তা কেউ বলতে পারছে না।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন আশুলিয়ার ইউনিক এলাকার আলম ভূঁইয়া (৫৫), সেলিম ভূঁইয়া (৪০), আজহার ভূঁইয়া (২৪), ফারুক ভূঁইয়া (৩৫) ও ফরহাদ ভূঁইয়া (৩০)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পোশাকশ্রমিক ঢাকার আশুলিয়ার গাজিচটের আলতাফ হোসেনের ছেলে ৷ তিনি স্থানীয় ইউনিক বাসস্ট্যান্ড এলাকার একটি পোশাক কারখানায় চাকরির পাশাপাশি ঝুটের ব্যবসা করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আশুলিয়া থানার পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়ার ইউনিক এলাকায় গ্রেপ্তার আলম ভূঁইয়ার ছেলেসহ কয়েকজন মারধরের শিকার হন। ওই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহত রবিউল ওই মামলার আসামি ছিলেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রবিউল আশুলিয়া থানায় মারধরের একটি মামলার আসামি ছিলেন। ওই ঘটনার জের ধরে তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়ে থাকতে পারে। পরে মৃত ভেবে রবিউলকে বস্তায় ভরে ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আজ সোমবার দুপুরের দিকে একজন রিকশাচালক ধামরাই থানার ভাড়ারিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা বস্তা নড়াচড়া করতে দেখেন। এ সময় তিনি রিকশা থেকে নেমে বস্তা খুলে আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করেন। তাঁর হাতে ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারধরের পর রবিউল ইসলাম (২২) নামে এক পোশাকশ্রমিককে মৃত ভেবে বস্তায় ভরে সড়কের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় এক রিকশাচালক পড়ে থাকা বস্তাটি নড়াচড়া করতে দেখেন। এ সময় তিনি বস্তা খুলে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে আজ সোমবার ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায়। তবে বেধড়ক মারধরের পর বস্তায় ভরে কবে তাঁকে ওই স্থানে ফেলা হয়েছে, তা কেউ বলতে পারছে না।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন আশুলিয়ার ইউনিক এলাকার আলম ভূঁইয়া (৫৫), সেলিম ভূঁইয়া (৪০), আজহার ভূঁইয়া (২৪), ফারুক ভূঁইয়া (৩৫) ও ফরহাদ ভূঁইয়া (৩০)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পোশাকশ্রমিক ঢাকার আশুলিয়ার গাজিচটের আলতাফ হোসেনের ছেলে ৷ তিনি স্থানীয় ইউনিক বাসস্ট্যান্ড এলাকার একটি পোশাক কারখানায় চাকরির পাশাপাশি ঝুটের ব্যবসা করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আশুলিয়া থানার পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়ার ইউনিক এলাকায় গ্রেপ্তার আলম ভূঁইয়ার ছেলেসহ কয়েকজন মারধরের শিকার হন। ওই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহত রবিউল ওই মামলার আসামি ছিলেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রবিউল আশুলিয়া থানায় মারধরের একটি মামলার আসামি ছিলেন। ওই ঘটনার জের ধরে তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়ে থাকতে পারে। পরে মৃত ভেবে রবিউলকে বস্তায় ভরে ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আজ সোমবার দুপুরের দিকে একজন রিকশাচালক ধামরাই থানার ভাড়ারিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা বস্তা নড়াচড়া করতে দেখেন। এ সময় তিনি রিকশা থেকে নেমে বস্তা খুলে আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করেন। তাঁর হাতে ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ মিনিট আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
১১ মিনিট আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
১৪ মিনিট আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
১৮ মিনিট আগে