Ajker Patrika

গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর গুলশান এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশানে আগে শুধু নিবন্ধিত নির্দিষ্ট রঙের প্যাডেলচালিত রিকশা চলাচল করলেও কয়েক মাস ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এতে গুলশানের সব সড়কে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ অবস্থায় আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে। যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছিলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে কার্যকর ট্র‍্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে।

মোহাম্মদ এজাজ আরও বলেন, ‘প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে ইতিমধ্যে ডিএমপি ট্র‍্যাপার (বিশেষ ফাঁদ) লাগানো শুরু করেছে। দেখা যাচ্ছে, আইন না মেনে অনেকে ট্র‍্যাপার উপেক্ষা করে অটোরিকশা চলাচলের চেষ্টা করছে। আমরা এগুলো নিয়ে কাজ করছি। কার্যকর ট্র‍্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত