নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে এক তরুণীকে (১৮) বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ছিনিয়ে নেওয়া হয় ভুক্তভোগীর ২০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে এই ঘটনায় মামলা দায়ের করে।
এর আগে গত গত সোমবার বন্দর উপজেলার বারপাড়া শাসনের বাগ এলাকায় এই ঘটনা ঘটে। মামলায় অভিযুক্তরা হচ্ছেন-বন্দরের শাসনের বাগ এলাকার মৃত আম্বি মেম্বারেরর ছেলে আদম ব্যাপারী রহিম বাদশা ও অজ্ঞাতনাম এক ব্যক্তি।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরপা শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। সে স্থানীয় একটি গার্মেন্টসে কর্মরত রয়েছে। অভাব অনটনের কারণে সে বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করে। তাঁর এক সহকর্মীর মাধ্যমে রহিম বাদশার সঙ্গে পরিচয় হয়। সেই সূত্র ধরে গত ১৩ মার্চ বিকেলে তরুণীকে বিদেশে যাওয়ার জন্য ৩০ হাজার টাকা নিয়ে তার সঙ্গে দেখা করার পরামর্শ দেয় রহিম।
ভুক্তভোগী তরুণী তাঁর কথা মতো ১৪ মার্চ সকালে বাদী রহিম বাদশার বাড়িতে আসে। এ সময় বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলার সময় অজ্ঞাত আরেক ব্যক্তি উপস্থিত হয়। সে ওই তরুণীকে বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলতে বলতে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম বাদশা ও অজ্ঞাত ওই ব্যক্তি তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তাঁর সঙ্গে থাকা ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে দেয়।
এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মঙ্গলবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা শেষে বুধবার দুপুরে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করে।
এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, গণধর্ষণের ঘটনায় বন্দর থানায় ভুক্তভোগী তরুণী মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

নারায়ণগঞ্জের বন্দরে এক তরুণীকে (১৮) বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ছিনিয়ে নেওয়া হয় ভুক্তভোগীর ২০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে এই ঘটনায় মামলা দায়ের করে।
এর আগে গত গত সোমবার বন্দর উপজেলার বারপাড়া শাসনের বাগ এলাকায় এই ঘটনা ঘটে। মামলায় অভিযুক্তরা হচ্ছেন-বন্দরের শাসনের বাগ এলাকার মৃত আম্বি মেম্বারেরর ছেলে আদম ব্যাপারী রহিম বাদশা ও অজ্ঞাতনাম এক ব্যক্তি।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরপা শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে। সে স্থানীয় একটি গার্মেন্টসে কর্মরত রয়েছে। অভাব অনটনের কারণে সে বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করে। তাঁর এক সহকর্মীর মাধ্যমে রহিম বাদশার সঙ্গে পরিচয় হয়। সেই সূত্র ধরে গত ১৩ মার্চ বিকেলে তরুণীকে বিদেশে যাওয়ার জন্য ৩০ হাজার টাকা নিয়ে তার সঙ্গে দেখা করার পরামর্শ দেয় রহিম।
ভুক্তভোগী তরুণী তাঁর কথা মতো ১৪ মার্চ সকালে বাদী রহিম বাদশার বাড়িতে আসে। এ সময় বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলার সময় অজ্ঞাত আরেক ব্যক্তি উপস্থিত হয়। সে ওই তরুণীকে বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলতে বলতে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম বাদশা ও অজ্ঞাত ওই ব্যক্তি তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তাঁর সঙ্গে থাকা ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে দেয়।
এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মঙ্গলবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা শেষে বুধবার দুপুরে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করে।
এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, গণধর্ষণের ঘটনায় বন্দর থানায় ভুক্তভোগী তরুণী মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২৮ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে