জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সপ্তম আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় খেলাকে কেন্দ্র করে গণিত বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় দুই বিভাগের ম্যাচ শেষে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
গণিত বিভাগের শিক্ষার্থীরা জানান, খেলা শেষের একপর্যায়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা মাঠে থাকা বালু গণিত বিভাগের দিকে ছুড়ে মারেন। তখন গণিত বিভাগের তিনজন শিক্ষার্থী ইংরেজি বিভাগের খেলোয়াড়দের দিকে তেড়ে গেলে সেখানে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা জানান, গণিত বিভাগের খেলোয়াড়েরা খেলার সময় বিভিন্ন স্লেজিং করে এবং খারাপ ভাষায় গালাগালি করেন। টাইব্রেকারের সময় কিপারকে খারাপভাবে গালি দেন। তারপর তাঁরা ম্যাচ জিতলে তাঁদের দিকে তেড়ে আসেন এবং খেলোয়াড়দের গায়ে হাত দেন।
পরবর্তীকালে গণিত বিভাগের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্কের কাছে ইংরেজি বিভাগের বাস আটকে দেন। এ সময় বাসের পেছনের দরজার গ্লাস ভেঙে ফেলেন গণিত বিভাগের শিক্ষার্থী। পরবর্তীকালে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে শিক্ষার্থীদের শান্ত করে ক্যাম্পাসে নিয়ে যান।
এ ঘটনায় আহত গণিত বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী শঙ্কর দাস বলেন, ‘আসল ঘটনা ঘটে টাইব্রেকারের সময়। আমাদের খেলোয়াড়দের দিকে বালু নিক্ষেপ করে ও ছাত্রীদের দিকে অশোভন অঙ্গভঙ্গি করে। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আমার পায়ে রড দিয়ে মারা হয়েছে। আমি তাঁদের শাস্তি চাই।’
গণিত বিভাগের ১৪ ব্যাচের এনামুল হক ইহাদ বলেন, ‘টাইব্রেকার শেষে ইংরেজি বিভাগের গোলকিপার আমাদের দর্শকদের দিকে বালু দেয়। আমরা যখন প্রতিবাদ করতে গেলে তারা সন্ত্রাসী কায়দায় আমাদের ওপর হামলা করে। পতাকার পাইপ দিয়ে আমাদের মারতে আসে। ক্যাম্পাসের বাসে ফেরার সময় আমাদের বাসের দিকে বাঁশ দিয়ে জানলায় খোঁচা মারে। তখন আমাদের জুনিয়ররা একটু রেগে যায়। আমরা এর বিচার চেয়ে কালকে প্রক্টর অফিসে অভিযোগ দেব।’
এ ঘটনায় ইংরেজি বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী ফরহাদ বলেন, ‘গণিত বিভাগের খেলোয়াড়েরা খেলার সময় বিভিন্ন স্লেজিং করে ও খারাপ ভাষায় গালাগালি করে। টাইব্রেকারের সময় কিপারকে খারাপভাবে গালি দেয়। তারপর আমরা ম্যাচ জিতলে আমাদের দিকে তেড়ে আসে এবং খেলোয়াড়দের গায়ে হাত দেয়। ওই খানে একপর্যায়ে মারামরি হয়। আমাদের একজন গুরুতর আহতসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাস ক্যাম্পাসের উদ্দেশে আসার সময় ভিক্টোরিয়া পার্কে গণিত বিভাগের শিক্ষার্থীরা এসে বাস ঘিরে ফেলে। স্যারদের সামনে আমাদের আক্রমণ করে ও ক্যাম্পাসে বাসের ভেতর আমাদের অনেকক্ষণ আটকে রাখে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমাদের কাছে দুই বিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। আমরা অভিযোগের অপেক্ষায় আছি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সপ্তম আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় খেলাকে কেন্দ্র করে গণিত বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় দুই বিভাগের ম্যাচ শেষে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
গণিত বিভাগের শিক্ষার্থীরা জানান, খেলা শেষের একপর্যায়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা মাঠে থাকা বালু গণিত বিভাগের দিকে ছুড়ে মারেন। তখন গণিত বিভাগের তিনজন শিক্ষার্থী ইংরেজি বিভাগের খেলোয়াড়দের দিকে তেড়ে গেলে সেখানে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা জানান, গণিত বিভাগের খেলোয়াড়েরা খেলার সময় বিভিন্ন স্লেজিং করে এবং খারাপ ভাষায় গালাগালি করেন। টাইব্রেকারের সময় কিপারকে খারাপভাবে গালি দেন। তারপর তাঁরা ম্যাচ জিতলে তাঁদের দিকে তেড়ে আসেন এবং খেলোয়াড়দের গায়ে হাত দেন।
পরবর্তীকালে গণিত বিভাগের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্কের কাছে ইংরেজি বিভাগের বাস আটকে দেন। এ সময় বাসের পেছনের দরজার গ্লাস ভেঙে ফেলেন গণিত বিভাগের শিক্ষার্থী। পরবর্তীকালে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে শিক্ষার্থীদের শান্ত করে ক্যাম্পাসে নিয়ে যান।
এ ঘটনায় আহত গণিত বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী শঙ্কর দাস বলেন, ‘আসল ঘটনা ঘটে টাইব্রেকারের সময়। আমাদের খেলোয়াড়দের দিকে বালু নিক্ষেপ করে ও ছাত্রীদের দিকে অশোভন অঙ্গভঙ্গি করে। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আমার পায়ে রড দিয়ে মারা হয়েছে। আমি তাঁদের শাস্তি চাই।’
গণিত বিভাগের ১৪ ব্যাচের এনামুল হক ইহাদ বলেন, ‘টাইব্রেকার শেষে ইংরেজি বিভাগের গোলকিপার আমাদের দর্শকদের দিকে বালু দেয়। আমরা যখন প্রতিবাদ করতে গেলে তারা সন্ত্রাসী কায়দায় আমাদের ওপর হামলা করে। পতাকার পাইপ দিয়ে আমাদের মারতে আসে। ক্যাম্পাসের বাসে ফেরার সময় আমাদের বাসের দিকে বাঁশ দিয়ে জানলায় খোঁচা মারে। তখন আমাদের জুনিয়ররা একটু রেগে যায়। আমরা এর বিচার চেয়ে কালকে প্রক্টর অফিসে অভিযোগ দেব।’
এ ঘটনায় ইংরেজি বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী ফরহাদ বলেন, ‘গণিত বিভাগের খেলোয়াড়েরা খেলার সময় বিভিন্ন স্লেজিং করে ও খারাপ ভাষায় গালাগালি করে। টাইব্রেকারের সময় কিপারকে খারাপভাবে গালি দেয়। তারপর আমরা ম্যাচ জিতলে আমাদের দিকে তেড়ে আসে এবং খেলোয়াড়দের গায়ে হাত দেয়। ওই খানে একপর্যায়ে মারামরি হয়। আমাদের একজন গুরুতর আহতসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাস ক্যাম্পাসের উদ্দেশে আসার সময় ভিক্টোরিয়া পার্কে গণিত বিভাগের শিক্ষার্থীরা এসে বাস ঘিরে ফেলে। স্যারদের সামনে আমাদের আক্রমণ করে ও ক্যাম্পাসে বাসের ভেতর আমাদের অনেকক্ষণ আটকে রাখে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমাদের কাছে দুই বিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। আমরা অভিযোগের অপেক্ষায় আছি।’

পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
১ মিনিট আগে
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে