রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় দুই সাংবাদিকসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আহত দুই সাংবাদিক হলো মঈনুল হক মৃধা ও মোজাম্মেল হক লাল্টু। এদের মধ্যে একজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।
সংবাদ সম্মেলনে মাহমুদ খৈয়ম বলেন, ‘শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর মাঠে বিএনপি অবস্থান কর্মসূচি গ্রহণ করে। একই স্থানে দুপুর আড়াইটার সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ শুরু করেন। ৩টার সময় বিএনপির নেতা-কর্মীদের সাদা রঙের একটি মাইক্রোবাস এলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁদের থামিয়ে মারধর ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় বেশ কয়েজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
রাত ৮টা ৫৫ মিনিটে মোবাইল ফোনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখায়রুজ্জামান বলেন, ‘গোয়ালন্দে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এই হামলার সঙ্গে জড়িত, সেটা এখনো জানা যায়নি।’
মো. ইফতেখায়রুজ্জামান আরও বলেন, ‘শুনেছি স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় দুই সাংবাদিকসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আহত দুই সাংবাদিক হলো মঈনুল হক মৃধা ও মোজাম্মেল হক লাল্টু। এদের মধ্যে একজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।
সংবাদ সম্মেলনে মাহমুদ খৈয়ম বলেন, ‘শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর মাঠে বিএনপি অবস্থান কর্মসূচি গ্রহণ করে। একই স্থানে দুপুর আড়াইটার সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ শুরু করেন। ৩টার সময় বিএনপির নেতা-কর্মীদের সাদা রঙের একটি মাইক্রোবাস এলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁদের থামিয়ে মারধর ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় বেশ কয়েজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
রাত ৮টা ৫৫ মিনিটে মোবাইল ফোনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখায়রুজ্জামান বলেন, ‘গোয়ালন্দে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এই হামলার সঙ্গে জড়িত, সেটা এখনো জানা যায়নি।’
মো. ইফতেখায়রুজ্জামান আরও বলেন, ‘শুনেছি স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
৩ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৪৩ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১ ঘণ্টা আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
১ ঘণ্টা আগে