Ajker Patrika

দিনভর দেনদরবার শেষে ২ মাসের বেতন পেলেন ২১ কর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দিনভর দেনদরবার শেষে ২ মাসের বেতন পেলেন ২১ কর্মী

পাঁচ মাসের বকেয়া বেতন চেয়ে কর্মীদের দেনদরবার, তার উত্তরে মালিকপক্ষের হুমকি ধামকি। আজ রোববার সকাল থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের বনানী অফিসের চিত্র ছিল এমনই। মালিকপক্ষ যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কাও করছিলেন বেতনের দাবিতে সেখানে অবস্থান নেওয়া বিক্রয় শাখার ২১ কর্মী। তবে দিন শেষে তেমন কিছু ঘটেনি। দুই মাসের বেতন নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন প্রত্যেকেই। রোববার আলেশার অফিসে থাকা একাধিক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। 

বরিশাল থেকে আসা আলেশা কার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে আমাদের নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম বেতন না দেওয়া পর্যন্ত অফিস ছাড়ব না। এরপর নানা টালবাহানা শেষে সন্ধ্যা নাগাদ আমাদের দুই মাসের বেতন নগদে পরিশোধ করে তারা।’ 

দুই মাসের বেতন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আরেক কর্মী বলেন, ‘পাঁচ মাস বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলাম। আজ দুই মাসের পেলাম। দ্রুত সময়ের মধ্যে বাকি বেতন না পেলে আমরা আরও কঠোর পদক্ষেপে যাব।’ 

কর্মীরা জানান, সংবাদমাধ্যমে তাদের নাম প্রকাশ পেলে মালিকপক্ষ বেতন না দিয়ে উল্টো ঝামেলায় ফেলতে পারে এবং জব ক্লিয়ারেন্স দিতেও গড়িমসি করতে পারে। যার ফলে পরবর্তীতে চাকরি পেতে সমস্যায় পড়তে হবে তাদের। এ জন্য তারা সংবাদমাধ্যমে নাম প্রকাশ করতে চাইছেন না। 

এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। খুদেবার্তারও জবাব দেননি তিনি। 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বকেয়া বেতনের দাবিতে আলেশা মার্টের অফিসের সামনে অবস্থান নেন ১৫ জন কর্মী। সে সময় মালিকপক্ষ তাদের দুই মাসের বেতন পরিশোধ করে সেখান থেকে সরিয়ে দেয়। 

আলেশা কার্ডের বিক্র‍য় শাখার কর্মীরা জানান, সারা দেশে তাদের ৯০ জনের মতো কর্মকর্তা রয়েছেন। তাদের অধীনে কয়েক হাজার কর্মী রয়েছে। সেপ্টেম্বর থেকে তাদের বেতন বন্ধ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত