কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

নিয়মিত দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ে বৈঠক করতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা। এ ছাড়া বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ও বিবেচনা করছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রণালয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যালুদিও হাভিয়ের রসেনওয়াইগের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ৩ দিনের সফরে বাংলাদেশে রয়েছেন। সফরে দেশটির বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত উগো গোবিও রয়েছেন। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে সমঝোতায় বাংলাদেশ পক্ষে সই করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী এবং আর্জেন্টিনার পক্ষে সই করেন দেশটির আন্ডার সেক্রেটারি ক্যালুদিও হাভিয়ের রসেনওয়াইগ। এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং আর্জেন্টিনার বাংলাদেশে নিযুক্ত অনাবাসী রাষ্ট্রদূত উগো গোবি উপস্থিত ছিলেন।
ক্যালুদিও হাভিয়ের রসেনওয়াইগ পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় দ্বিপক্ষীয় বৈঠকের সমঝোতা সইয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন মাসুদ বিন মোমেন। বৈঠকে আর্জেন্টিনা ঢাকায় একটি দূতাবাস খোলার বিষয়টি বিবেচনা করছেও বলেও জানান ক্যালুদিও হাভিয়ের রসেনওয়াইগ। বৈঠকে শিগগিরই বাংলাদেশ ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠানের বিষয়ে দুই দেশ একমত হয়। বৈঠকে ক্যালুদিও হাভিয়ের রসেনওয়াইগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে এবং ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের বিষয়ে জোর দেন।
আর্জেন্টিনার প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বার্তা মো. শাহরিয়ার আলমের হাতে তুলে দেন আন্ডার সেক্রেটারি ক্যালুদিও হাভিয়ের রসেনওয়াইগ। দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক জোরদারের বিষয়ে একমত হন উভয় পক্ষ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষি খাতে দুই দেশের সম্পর্ক বাড়ানোর বিষয়ে জোর দেন। এ সময় ক্লাউদিও হাভিয়ের রসেনওয়াইগ জানান, তাঁর দেশ বাংলাদেশে সয়াবিন, গরুর মাংস এবং সার রপ্তানিতে প্রস্তুত। বিশ্বব্যাপী চলমান সংকটে জ্বালানি ও সারের সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। যা কৃষি উৎপাদনে সংকট সৃষ্টি করতে পারে বলে বৈঠকে একমত হন দুই পক্ষই।
এ ছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিন তালুকদারের সঙ্গে বৈঠক করে আর্জেন্টিনার প্রতিনিধি দল। বৈঠকগুলোতে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা, কৃষি ও বাণিজ্য বিষয়ে আলোচনা হয়।

নিয়মিত দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ে বৈঠক করতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা। এ ছাড়া বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ও বিবেচনা করছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রণালয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যালুদিও হাভিয়ের রসেনওয়াইগের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ৩ দিনের সফরে বাংলাদেশে রয়েছেন। সফরে দেশটির বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত উগো গোবিও রয়েছেন। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে সমঝোতায় বাংলাদেশ পক্ষে সই করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী এবং আর্জেন্টিনার পক্ষে সই করেন দেশটির আন্ডার সেক্রেটারি ক্যালুদিও হাভিয়ের রসেনওয়াইগ। এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং আর্জেন্টিনার বাংলাদেশে নিযুক্ত অনাবাসী রাষ্ট্রদূত উগো গোবি উপস্থিত ছিলেন।
ক্যালুদিও হাভিয়ের রসেনওয়াইগ পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় দ্বিপক্ষীয় বৈঠকের সমঝোতা সইয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন মাসুদ বিন মোমেন। বৈঠকে আর্জেন্টিনা ঢাকায় একটি দূতাবাস খোলার বিষয়টি বিবেচনা করছেও বলেও জানান ক্যালুদিও হাভিয়ের রসেনওয়াইগ। বৈঠকে শিগগিরই বাংলাদেশ ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠানের বিষয়ে দুই দেশ একমত হয়। বৈঠকে ক্যালুদিও হাভিয়ের রসেনওয়াইগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে এবং ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের বিষয়ে জোর দেন।
আর্জেন্টিনার প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বার্তা মো. শাহরিয়ার আলমের হাতে তুলে দেন আন্ডার সেক্রেটারি ক্যালুদিও হাভিয়ের রসেনওয়াইগ। দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক জোরদারের বিষয়ে একমত হন উভয় পক্ষ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষি খাতে দুই দেশের সম্পর্ক বাড়ানোর বিষয়ে জোর দেন। এ সময় ক্লাউদিও হাভিয়ের রসেনওয়াইগ জানান, তাঁর দেশ বাংলাদেশে সয়াবিন, গরুর মাংস এবং সার রপ্তানিতে প্রস্তুত। বিশ্বব্যাপী চলমান সংকটে জ্বালানি ও সারের সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। যা কৃষি উৎপাদনে সংকট সৃষ্টি করতে পারে বলে বৈঠকে একমত হন দুই পক্ষই।
এ ছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিন তালুকদারের সঙ্গে বৈঠক করে আর্জেন্টিনার প্রতিনিধি দল। বৈঠকগুলোতে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা, কৃষি ও বাণিজ্য বিষয়ে আলোচনা হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে