কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করার অভিযোগ তুলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় কান্দি ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের ঘটনার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়দের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে ওসি জিল্লুর রহমান বলেন, আবির অধিকারী নামে এক ফেসবুক আইডি থেকে মহানবীকে ‘কটূক্তি করা’ হয়। এই ঘটনায় পাশের বরিশালের উজিরপুরের সাতলাগ্রামসহ আশপাশের এলাকা থেকে লোকজন আবির অধিকারী নামে উত্তরকান্দি গ্রামের এক বাসিন্দার ও তাদের পাশের মাখন লাল অধিকারী, পলাশ অধিকারী ও সন্তোষ অধিকারীর বসতঘর ভাঙচুর করে।
উত্তর কান্দি গ্রামের অনাদী অধিকারীর ছেলে আবির ৭ বছর আগে ভারত চলে যায়। আবির অধিকারীর চাচাতো ভাই রঞ্জন অধিকারী আজকের পত্রিকাকে বলেন, ‘সাত বছর আগে কান্দি উচ্চ বিদ্যালয় থেকে আবির অধিকারী এসএসসি পাশ করে ভারত চলে যায়। ৩ মাস আগে আবিরের মা ও ভাই বোন এবং একসপ্তাহ আগে তার বাবা অনাদী অধিকারী বাড়ি ঘর, জমিজমা বিক্রি করে ভারত চলে গেছে।’
আবির অধিকারীর আরেক চাচাতো ভাই সৌরভ অধিকারী বলেন, ‘আবির অধিকারী ফেসবুক কিছু লিখেছে কিনা আমরা জানি না। কিন্তু রবিবার সন্ধ্যায় হঠাৎ করে ৪/৫ শত লোক এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এই বাড়িতে আমরা ৫টি পরিবার বসবাস করছি। আমরা এখন আতঙ্কে রয়েছি।’
এবিষয়ে কোটালীপাড়া ওলামা পরিষদের প্রচার সম্পাদক বশির বিন সামসুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য নিন্দনীয়। কিন্তু আবির অধিকারীর বাড়ির তিনটি পরিবারের উপর যে হামলা হয়েছে তা একজন মুসলিম হিসেবে আমি সমর্থন করি না।
‘তবে আমি আবির অধিকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করার অভিযোগ তুলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় কান্দি ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের ঘটনার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়দের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে ওসি জিল্লুর রহমান বলেন, আবির অধিকারী নামে এক ফেসবুক আইডি থেকে মহানবীকে ‘কটূক্তি করা’ হয়। এই ঘটনায় পাশের বরিশালের উজিরপুরের সাতলাগ্রামসহ আশপাশের এলাকা থেকে লোকজন আবির অধিকারী নামে উত্তরকান্দি গ্রামের এক বাসিন্দার ও তাদের পাশের মাখন লাল অধিকারী, পলাশ অধিকারী ও সন্তোষ অধিকারীর বসতঘর ভাঙচুর করে।
উত্তর কান্দি গ্রামের অনাদী অধিকারীর ছেলে আবির ৭ বছর আগে ভারত চলে যায়। আবির অধিকারীর চাচাতো ভাই রঞ্জন অধিকারী আজকের পত্রিকাকে বলেন, ‘সাত বছর আগে কান্দি উচ্চ বিদ্যালয় থেকে আবির অধিকারী এসএসসি পাশ করে ভারত চলে যায়। ৩ মাস আগে আবিরের মা ও ভাই বোন এবং একসপ্তাহ আগে তার বাবা অনাদী অধিকারী বাড়ি ঘর, জমিজমা বিক্রি করে ভারত চলে গেছে।’
আবির অধিকারীর আরেক চাচাতো ভাই সৌরভ অধিকারী বলেন, ‘আবির অধিকারী ফেসবুক কিছু লিখেছে কিনা আমরা জানি না। কিন্তু রবিবার সন্ধ্যায় হঠাৎ করে ৪/৫ শত লোক এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এই বাড়িতে আমরা ৫টি পরিবার বসবাস করছি। আমরা এখন আতঙ্কে রয়েছি।’
এবিষয়ে কোটালীপাড়া ওলামা পরিষদের প্রচার সম্পাদক বশির বিন সামসুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য নিন্দনীয়। কিন্তু আবির অধিকারীর বাড়ির তিনটি পরিবারের উপর যে হামলা হয়েছে তা একজন মুসলিম হিসেবে আমি সমর্থন করি না।
‘তবে আমি আবির অধিকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৫ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
৩৫ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে