নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রার চতুর্থ দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা স্বস্তি নিয়ে ঘরে ফিরতে পারছেন। আজ শনিবার তাঁরাই ভ্রমণ করতে পারছেন, যাঁরা ২৭ মার্চ অগ্রিম টিকিট কেটেছিলেন। এর বাইরে রয়েছেন ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের যাত্রী।
শনিবার সকালে কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, ট্রেন যাত্রীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যাত্রীরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে প্ল্যাটফরমের দিকে প্রবেশ করছেন। শুরুতেই যাত্রীদের সঙ্গে টিকিট রয়েছে কি না, তা চেক করছেন টিটিইরা। পরের ধাপে চেক করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র আছে কি না। সেটির নামের সঙ্গে সাদৃশ্য রয়েছে কি না যাত্রীদের টিকিটের। শেষ দফায় প্ল্যাটফরমে প্রবেশের মুহূর্তেও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় পরিচয়পত্র ট্রেনের টিকিট চেক করে দেখছেন। এর পরই যাত্রীরা ট্রেনের শিডিউল দেখে নির্ধারিত গন্তব্যের প্ল্যাটফরমে প্রবেশ করছেন তাঁরা। তবে যাঁদের সঙ্গে টিকিট নেই, তাঁরা কোনো একটি চ্যানেলে আটকে গেলেই তাঁদের ফেরত পাঠানো হচ্ছে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে ছেড়েছে। ট্রেনটি ভোর ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকায় এসে পৌঁছায় ৬টা ২০ মিনিটে এবং ঢাকা ছেড়ে যায় সকাল ৭টা ৪৫ মিনিট। এ ছাড়া আরও দুটি ট্রেন ১৫ থেকে ২০ মিনিট বিলম্ব হয়েছে। বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই ঢাকা স্টেশন ছাড়ছে। আরও কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়তে পারে বলেও জানিয়েছেন কয়েকজন রেলওয়ে কর্মকর্তা। মূলত ট্রেন দেরিতে স্টেশনে পৌঁছানোর কারণে এমনটা শঙ্কা তৈরি হয়েছে। আজকেও বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জ স্টেশন ছেড়েছে।
এখন পর্যন্ত স্টেশনের সবকিছু ঠিকঠাক আছে বলে জানাচ্ছেন যাত্রীরা।
লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেসের এক যাত্রী বলেন, স্টেশনে এসে সময়মতো ট্রেন পাওয়া যাচ্ছে এই সময়ে, এটা ভাগ্যের ব্যাপার। সাধারণত এই সময়ে ট্রেন ও আসন এত সহজে পাওয়ার কথা ভাবা যায় না।
এই যাত্রী বলেন, ঈদের আগের দুই দিন যদি এমন থাকে, তাহলে এবার ঈদযাত্রা যাত্রীদের জন্য আনন্দের হবে।
কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী আমিনুল ইসলাম বলেন, যাত্রা শুরুর ৪৫ মিনিট আগে আমাদের ট্রেনটি প্ল্যাটফরমে দেওয়া হয়েছে। এতে করে কোনো রকম ধাক্কাধাক্কি ছাড়াই ট্রেনে উঠতে পেরেছি।

ঈদযাত্রার চতুর্থ দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা স্বস্তি নিয়ে ঘরে ফিরতে পারছেন। আজ শনিবার তাঁরাই ভ্রমণ করতে পারছেন, যাঁরা ২৭ মার্চ অগ্রিম টিকিট কেটেছিলেন। এর বাইরে রয়েছেন ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের যাত্রী।
শনিবার সকালে কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, ট্রেন যাত্রীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যাত্রীরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে প্ল্যাটফরমের দিকে প্রবেশ করছেন। শুরুতেই যাত্রীদের সঙ্গে টিকিট রয়েছে কি না, তা চেক করছেন টিটিইরা। পরের ধাপে চেক করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র আছে কি না। সেটির নামের সঙ্গে সাদৃশ্য রয়েছে কি না যাত্রীদের টিকিটের। শেষ দফায় প্ল্যাটফরমে প্রবেশের মুহূর্তেও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় পরিচয়পত্র ট্রেনের টিকিট চেক করে দেখছেন। এর পরই যাত্রীরা ট্রেনের শিডিউল দেখে নির্ধারিত গন্তব্যের প্ল্যাটফরমে প্রবেশ করছেন তাঁরা। তবে যাঁদের সঙ্গে টিকিট নেই, তাঁরা কোনো একটি চ্যানেলে আটকে গেলেই তাঁদের ফেরত পাঠানো হচ্ছে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে ছেড়েছে। ট্রেনটি ভোর ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকায় এসে পৌঁছায় ৬টা ২০ মিনিটে এবং ঢাকা ছেড়ে যায় সকাল ৭টা ৪৫ মিনিট। এ ছাড়া আরও দুটি ট্রেন ১৫ থেকে ২০ মিনিট বিলম্ব হয়েছে। বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই ঢাকা স্টেশন ছাড়ছে। আরও কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়তে পারে বলেও জানিয়েছেন কয়েকজন রেলওয়ে কর্মকর্তা। মূলত ট্রেন দেরিতে স্টেশনে পৌঁছানোর কারণে এমনটা শঙ্কা তৈরি হয়েছে। আজকেও বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জ স্টেশন ছেড়েছে।
এখন পর্যন্ত স্টেশনের সবকিছু ঠিকঠাক আছে বলে জানাচ্ছেন যাত্রীরা।
লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেসের এক যাত্রী বলেন, স্টেশনে এসে সময়মতো ট্রেন পাওয়া যাচ্ছে এই সময়ে, এটা ভাগ্যের ব্যাপার। সাধারণত এই সময়ে ট্রেন ও আসন এত সহজে পাওয়ার কথা ভাবা যায় না।
এই যাত্রী বলেন, ঈদের আগের দুই দিন যদি এমন থাকে, তাহলে এবার ঈদযাত্রা যাত্রীদের জন্য আনন্দের হবে।
কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী আমিনুল ইসলাম বলেন, যাত্রা শুরুর ৪৫ মিনিট আগে আমাদের ট্রেনটি প্ল্যাটফরমে দেওয়া হয়েছে। এতে করে কোনো রকম ধাক্কাধাক্কি ছাড়াই ট্রেনে উঠতে পেরেছি।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩৬ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে