সাভার(ঢাকা) প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সাভারের রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধারকাজে সহায়তা করতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাতে বাধা দেয়। আজ বৃহস্পতিবার সাভারে দুর্ঘটনাস্থলে রানা প্লাজা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আখতার হোসেন এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার দেশে যে দুর্বৃত্তায়ন করেছিল, রানা প্লাজার মধ্য দিয়ে তা যেন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ না পায় এবং সে জন্য তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে দেয়নি।
এনসিপির সদস্যসচিব আরও বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মস্থল, ন্যূনতম ন্যায্য মজুরি ও কর্মস্থলের পরিবেশ যেন শ্রমিকদের অনুকূলে থাকে–বিষয়টিকে নিশ্চিত করার জন্য সবগুলো বিষয় মাথায় রেখে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাতে চাই, সরকারিভাবে ২৪ এপ্রিল রানা প্লাজা দিবসকে জাতীয় শ্রমিক দিবস ঘোষণা করতে হবে। দিনটিতে পোশাক কারখানাসহ যতগুলো শ্রমিক প্রতিষ্ঠান রয়েছে, সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে।
আখতার হোসেন বলেন, ‘দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার, আহত শ্রমিক ও তাঁদের পরিবারকে অবশ্যই ক্ষতিপূরণের আওতায় আনা ও আহত ব্যক্তিদের পুনর্বাসনের দাবি জানাই। রানা প্লাজার অনুদানের টাকা কেউ আত্মসাৎ করে থাকলে আইনের আওতায় নিয়ে এসে তাঁদের শাস্তির মুখোমুখি করতে হবে।’ শ্রমিকদের অনুদানের টাকা শ্রমিকদের মাঝে ন্যায্যভাবে বণ্টন করাসহ রানা প্লাজার ঘটনার মামলাগুলো দ্রুত তদন্ত করে দোষীদের যথোপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
রানা প্লাজার মালিক সোহেল রানার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, এই রানা প্লাজার মালিক সোহেল রানা তাঁর রাজনৈতিক দাপটে একটি পিলারে ভাঙনের পরেও গায়ের জোরে গার্মেন্টস খোলা রাখার হুকুম দিয়েছিলেন। তাঁর পেছনে ছিল রাজনৈতিক ক্ষমতা। আওয়ামী লীগ সরকার তাঁর রাজনীতিকে এমনভাবে দুর্বৃত্তায়ন করেছিল, সেই ফাঁদে পড়ে শ্রমিকদের রানা প্লাজায় জীবন দিতে হয়েছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনা স্মরণে আজ বেলা ১১টায় দুর্ঘটনাস্থলে সমাবেশের আয়োজন করে এনসিপি। ‘১৩ থেকে ২৪ স্মরণ ও সংস্কারে শ্রমিকের বন্দোবস্ত’ ব্যানারে এই আয়োজন করা হয়। এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহেরাব সিফাত, যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও রানা প্লাজার আহত শ্রমিক এবং আহত-নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সাভারের রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধারকাজে সহায়তা করতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাতে বাধা দেয়। আজ বৃহস্পতিবার সাভারে দুর্ঘটনাস্থলে রানা প্লাজা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আখতার হোসেন এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার দেশে যে দুর্বৃত্তায়ন করেছিল, রানা প্লাজার মধ্য দিয়ে তা যেন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ না পায় এবং সে জন্য তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে দেয়নি।
এনসিপির সদস্যসচিব আরও বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মস্থল, ন্যূনতম ন্যায্য মজুরি ও কর্মস্থলের পরিবেশ যেন শ্রমিকদের অনুকূলে থাকে–বিষয়টিকে নিশ্চিত করার জন্য সবগুলো বিষয় মাথায় রেখে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাতে চাই, সরকারিভাবে ২৪ এপ্রিল রানা প্লাজা দিবসকে জাতীয় শ্রমিক দিবস ঘোষণা করতে হবে। দিনটিতে পোশাক কারখানাসহ যতগুলো শ্রমিক প্রতিষ্ঠান রয়েছে, সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে।
আখতার হোসেন বলেন, ‘দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার, আহত শ্রমিক ও তাঁদের পরিবারকে অবশ্যই ক্ষতিপূরণের আওতায় আনা ও আহত ব্যক্তিদের পুনর্বাসনের দাবি জানাই। রানা প্লাজার অনুদানের টাকা কেউ আত্মসাৎ করে থাকলে আইনের আওতায় নিয়ে এসে তাঁদের শাস্তির মুখোমুখি করতে হবে।’ শ্রমিকদের অনুদানের টাকা শ্রমিকদের মাঝে ন্যায্যভাবে বণ্টন করাসহ রানা প্লাজার ঘটনার মামলাগুলো দ্রুত তদন্ত করে দোষীদের যথোপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
রানা প্লাজার মালিক সোহেল রানার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, এই রানা প্লাজার মালিক সোহেল রানা তাঁর রাজনৈতিক দাপটে একটি পিলারে ভাঙনের পরেও গায়ের জোরে গার্মেন্টস খোলা রাখার হুকুম দিয়েছিলেন। তাঁর পেছনে ছিল রাজনৈতিক ক্ষমতা। আওয়ামী লীগ সরকার তাঁর রাজনীতিকে এমনভাবে দুর্বৃত্তায়ন করেছিল, সেই ফাঁদে পড়ে শ্রমিকদের রানা প্লাজায় জীবন দিতে হয়েছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনা স্মরণে আজ বেলা ১১টায় দুর্ঘটনাস্থলে সমাবেশের আয়োজন করে এনসিপি। ‘১৩ থেকে ২৪ স্মরণ ও সংস্কারে শ্রমিকের বন্দোবস্ত’ ব্যানারে এই আয়োজন করা হয়। এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহেরাব সিফাত, যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও রানা প্লাজার আহত শ্রমিক এবং আহত-নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
১১ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে