গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। আজ বুধবার বেলা আড়াইটার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের কাছে তাঁর মনোনয়ন জমা দেন।
মামুন মণ্ডল আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপকমিটির সাবেক সদস্য ও সিটি করপোরেশনের বর্তমান কাউন্সিলর। তিনি সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ অল্প কয়েকজন সমর্থক উপস্থিত ছিলেন। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা মেনে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার পর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘আমি ইতিপূর্বে জনগণের ভালোবাসা পেয়েছি। আমি আশা করি, জনগণ আমাকে ভোট দিয়ে মেয়র পদে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে পরিকল্পিত নগরী গড়ে তুলব।’
এক প্রশ্নের জবাবে মামুন বলেন, ‘এখনো দলের পক্ষ থেকে কেউ আমাকে নিষেধ করেনি। আমি আশা করি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে’। তিনি আরও বলেন, ‘আমি দলের প্রতি শ্রদ্ধাশীল।’
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২৪ এবং নারী কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে ৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেল পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, সরকার শাহনুর ইসলাম, মো. আবুল হোসেন, মো. হারুন অর রশীদ ও মোকলেছুর রহমান।
তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৯ মে প্রতীক বরাদ্দ। ইভিএমের মাধ্যমে আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচনের ভোট।

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। আজ বুধবার বেলা আড়াইটার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের কাছে তাঁর মনোনয়ন জমা দেন।
মামুন মণ্ডল আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপকমিটির সাবেক সদস্য ও সিটি করপোরেশনের বর্তমান কাউন্সিলর। তিনি সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ অল্প কয়েকজন সমর্থক উপস্থিত ছিলেন। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা মেনে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার পর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘আমি ইতিপূর্বে জনগণের ভালোবাসা পেয়েছি। আমি আশা করি, জনগণ আমাকে ভোট দিয়ে মেয়র পদে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে পরিকল্পিত নগরী গড়ে তুলব।’
এক প্রশ্নের জবাবে মামুন বলেন, ‘এখনো দলের পক্ষ থেকে কেউ আমাকে নিষেধ করেনি। আমি আশা করি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে’। তিনি আরও বলেন, ‘আমি দলের প্রতি শ্রদ্ধাশীল।’
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২৪ এবং নারী কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে ৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেল পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, সরকার শাহনুর ইসলাম, মো. আবুল হোসেন, মো. হারুন অর রশীদ ও মোকলেছুর রহমান।
তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৯ মে প্রতীক বরাদ্দ। ইভিএমের মাধ্যমে আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচনের ভোট।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১১ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৪ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে