নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা ইমদাদুল হক উজ্জ্বল মাস্টারকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোর থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাব। পরে সকাল ৮টার দিকে বাড়িটিতে অভিযান চালিয়ে অস্ত্র, নগদ টাকা, বিস্ফোরক দ্রব্যসহ জেএমবির ওই শীর্ষ নেতাকে আটক করা হয়। ময়মনসিংহে অভিযানকালে এই জঙ্গির কথাই বলেছিল এলিট ফোর্স র্যাব।
অভিযান শেষে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, `সম্প্রতি ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির সময় চারজন জঙ্গি আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বসিলায় জঙ্গি অভিযান শুরু করা হয়। ময়মনসিংহে আমরা যে শীর্ষ নেতার কথা বলেছিলাম, উনিই এখানে বসবাস করছিলেন। তাঁকে ধরতে জামালপুর, রাজশাহীতে অভিযান শুরু হয়। আজ গভীর রাত থেকে এখানে (বসিলায়) অভিযান শুরু হয়।'
র্যাবের মুখপাত্র বলেন, অভিযানে জেএমবির শীর্ষ নেতা ইমদাদুল হক উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়। তাঁর বাসা থেকে পিস্তল, গুলি, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট ও জিহাদি বই পেয়েছি। এ ছাড়া রাসায়নিক দ্রব্য ও আনুমানিক ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তিনি বাসাটি ভাড়া নেওয়ার সময় ভোটার আইডি কার্ড দেননি। গত মাসে তাঁরা বাসাটি ভাড়া নেন। তখন বলেছিলেন পরিবার নিয়ে এখানে বসবাস করবেন। প্রিন্টিং প্রেসে চাকরির কথা বলে এখানে উঠেছিলেন। বাসাটি বাড়া নেওয়ার সময় ৫ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিলেন।
মঈন বলেন, তিনি বাড়ির মালিককে বলেছিলেন, যখন পরিবার নিয়ে উঠবেন তখন পরিচয়পত্র জমা দেবেন। গতকাল তাঁরা বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে কোথায় গিয়েছিলেন বলেননি।
অপর প্রশ্নের জবাবে মঈন বলেন, তিনি জেএমবির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সংগঠনে তাঁর অবস্থান রয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা ইমদাদুল হক উজ্জ্বল মাস্টারকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোর থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাব। পরে সকাল ৮টার দিকে বাড়িটিতে অভিযান চালিয়ে অস্ত্র, নগদ টাকা, বিস্ফোরক দ্রব্যসহ জেএমবির ওই শীর্ষ নেতাকে আটক করা হয়। ময়মনসিংহে অভিযানকালে এই জঙ্গির কথাই বলেছিল এলিট ফোর্স র্যাব।
অভিযান শেষে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, `সম্প্রতি ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির সময় চারজন জঙ্গি আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বসিলায় জঙ্গি অভিযান শুরু করা হয়। ময়মনসিংহে আমরা যে শীর্ষ নেতার কথা বলেছিলাম, উনিই এখানে বসবাস করছিলেন। তাঁকে ধরতে জামালপুর, রাজশাহীতে অভিযান শুরু হয়। আজ গভীর রাত থেকে এখানে (বসিলায়) অভিযান শুরু হয়।'
র্যাবের মুখপাত্র বলেন, অভিযানে জেএমবির শীর্ষ নেতা ইমদাদুল হক উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়। তাঁর বাসা থেকে পিস্তল, গুলি, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট ও জিহাদি বই পেয়েছি। এ ছাড়া রাসায়নিক দ্রব্য ও আনুমানিক ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তিনি বাসাটি ভাড়া নেওয়ার সময় ভোটার আইডি কার্ড দেননি। গত মাসে তাঁরা বাসাটি ভাড়া নেন। তখন বলেছিলেন পরিবার নিয়ে এখানে বসবাস করবেন। প্রিন্টিং প্রেসে চাকরির কথা বলে এখানে উঠেছিলেন। বাসাটি বাড়া নেওয়ার সময় ৫ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিলেন।
মঈন বলেন, তিনি বাড়ির মালিককে বলেছিলেন, যখন পরিবার নিয়ে উঠবেন তখন পরিচয়পত্র জমা দেবেন। গতকাল তাঁরা বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে কোথায় গিয়েছিলেন বলেননি।
অপর প্রশ্নের জবাবে মঈন বলেন, তিনি জেএমবির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সংগঠনে তাঁর অবস্থান রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে