ঢামেক প্রতিনিধি
রাজধানীর উত্তরা ও হাজারীবাগে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতদের একজন লিপি বেগম (৪৫), অন্যজন মোটরসাইকেলচালক রুহুল আমিন তাসিন (২৫)।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর খন্দকার ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হতে গিয়ে একটি বাসের চাপায় গুরুতর আহত হন লিপি বেগম। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনেন। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিল্টন মিয়া জানান, নিহত লিপি বেগমের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি পরিবার নিয়ে দক্ষিণখানে বসবাস করতেন এবং কামারপাড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। গোল্ডেন লাইন নামের একটি বাস তাঁকে চাপা দেয়। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, সোমবার দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় শেখ রাসেল স্কুলের সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরোহী আশিক (২৫) ও ফারুক (২৬)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন জানান, নিহত রুহুল আমিন মাদারীপুর সদর উপজেলার ফকিরাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজীবাড়ি এলাকায় থাকতেন এবং নিউমার্কেট এলাকায় একটি দোকানে কাজ করতেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর উত্তরা ও হাজারীবাগে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতদের একজন লিপি বেগম (৪৫), অন্যজন মোটরসাইকেলচালক রুহুল আমিন তাসিন (২৫)।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর খন্দকার ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হতে গিয়ে একটি বাসের চাপায় গুরুতর আহত হন লিপি বেগম। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনেন। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিল্টন মিয়া জানান, নিহত লিপি বেগমের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি পরিবার নিয়ে দক্ষিণখানে বসবাস করতেন এবং কামারপাড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। গোল্ডেন লাইন নামের একটি বাস তাঁকে চাপা দেয়। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, সোমবার দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় শেখ রাসেল স্কুলের সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরোহী আশিক (২৫) ও ফারুক (২৬)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন জানান, নিহত রুহুল আমিন মাদারীপুর সদর উপজেলার ফকিরাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজীবাড়ি এলাকায় থাকতেন এবং নিউমার্কেট এলাকায় একটি দোকানে কাজ করতেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৯ ঘণ্টা আগে