টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদে নিয়ে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম রায়হানের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় টঙ্গী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার মারধরের শিকার ওই কলেজশিক্ষার্থী (১৭) থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক শত্রুতার জেরে বুধবার বিকেলে আউচপাড়া এলাকার সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে থেকে ছাত্রলীগ নেতা মিরাজুল ও তার সহযোগী রবিউল, নিশান, শান্ত, নাঈম, মাজাহারুল, সিয়ামসহ ১০-১২ জন যুবক ওই কলেজশিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। পরে তাকে টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদে কক্ষে নিয়ে তালা বন্ধ করে রাখে।
কিছুক্ষণ পর লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। রাতে আহত অবস্থায় ওই কলেজশিক্ষার্থীকে বের করে দেয় মিরাজুল। পরে সহপাঠীরা আহত ওই কলেজশিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়।
মারধরের শিকার ওই কলেজশিক্ষার্থীকে বলেন, ‘মিরাজের সঙ্গে আমার পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। মিরাজ ও তার সহযোগীরা আমাকে তুলে নিয়ে ছাত্র সংসদে আটকে রেখে মারধর করেছে। বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ দিয়েছি।’
অভিযুক্ত মিরাজুর রহমান রায়হান বলেন, ‘ছিনতাইকালে আমার ছোট ভাইয়েরা তাকে আটক করে। পরে সংসদে নিয়ে যায়। আমি তাকে মারিনি।’ টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান বলেন, ‘ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দায় ছাত্রলীগ নেবে না। আমরা বিষয়টি দেখছি।’
টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন জানলাম। ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদে নিয়ে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম রায়হানের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় টঙ্গী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার মারধরের শিকার ওই কলেজশিক্ষার্থী (১৭) থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক শত্রুতার জেরে বুধবার বিকেলে আউচপাড়া এলাকার সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে থেকে ছাত্রলীগ নেতা মিরাজুল ও তার সহযোগী রবিউল, নিশান, শান্ত, নাঈম, মাজাহারুল, সিয়ামসহ ১০-১২ জন যুবক ওই কলেজশিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। পরে তাকে টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদে কক্ষে নিয়ে তালা বন্ধ করে রাখে।
কিছুক্ষণ পর লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। রাতে আহত অবস্থায় ওই কলেজশিক্ষার্থীকে বের করে দেয় মিরাজুল। পরে সহপাঠীরা আহত ওই কলেজশিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়।
মারধরের শিকার ওই কলেজশিক্ষার্থীকে বলেন, ‘মিরাজের সঙ্গে আমার পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। মিরাজ ও তার সহযোগীরা আমাকে তুলে নিয়ে ছাত্র সংসদে আটকে রেখে মারধর করেছে। বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ দিয়েছি।’
অভিযুক্ত মিরাজুর রহমান রায়হান বলেন, ‘ছিনতাইকালে আমার ছোট ভাইয়েরা তাকে আটক করে। পরে সংসদে নিয়ে যায়। আমি তাকে মারিনি।’ টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান বলেন, ‘ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দায় ছাত্রলীগ নেবে না। আমরা বিষয়টি দেখছি।’
টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন জানলাম। ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
১৪ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৩৪ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে