মাদারীপুর প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ব্যাখ্যা দিতে আদালতে হাজির হয়েছেন মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ মিয়া। আজ রোববার সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হকের কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দেন তিনি।
একই সময় অভিযোগকারী ওই আসনে স্বতন্ত্র প্রার্থী এবং কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম প্রমাণ নিয়ে আদালতের ডাকে হাজির হন। এ সময় দুই প্রার্থীকে মুখোমুখি করে বক্তব্য শোনেন বিচারক।
আদালতের কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপ। এ সময় তিনি দাবি করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। এ ব্যাপারে বিচারকের কাছে লিখিত বক্তব্য দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযোগ দাখিলকারী তাহমিনা বেগম বলেন, আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ মিয়ার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আদালতে ভিডিও, ছবিসহ উপযুক্ত প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৩০ নভেম্বর আবদুস সোবহান গোলাপ আচরণবিধি লঙ্ঘন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি মোটরসাইকেল, পিকআপ, প্রাইভেট কার ও মাইক্রোবাসে দলীয় বহু নেতা-কর্মী নিয়ে কালকিনি উপজেলা চত্বরে মহড়া দেন। অভিযোগ করেন দুই স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ব্যাখ্যা দিতে আদালতে হাজির হয়েছেন মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ মিয়া। আজ রোববার সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হকের কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দেন তিনি।
একই সময় অভিযোগকারী ওই আসনে স্বতন্ত্র প্রার্থী এবং কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম প্রমাণ নিয়ে আদালতের ডাকে হাজির হন। এ সময় দুই প্রার্থীকে মুখোমুখি করে বক্তব্য শোনেন বিচারক।
আদালতের কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপ। এ সময় তিনি দাবি করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। এ ব্যাপারে বিচারকের কাছে লিখিত বক্তব্য দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযোগ দাখিলকারী তাহমিনা বেগম বলেন, আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ মিয়ার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আদালতে ভিডিও, ছবিসহ উপযুক্ত প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৩০ নভেম্বর আবদুস সোবহান গোলাপ আচরণবিধি লঙ্ঘন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি মোটরসাইকেল, পিকআপ, প্রাইভেট কার ও মাইক্রোবাসে দলীয় বহু নেতা-কর্মী নিয়ে কালকিনি উপজেলা চত্বরে মহড়া দেন। অভিযোগ করেন দুই স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৭ ঘণ্টা আগে