নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিল থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রফিকুল ইসলাম বাবু, মো. ফিরোজ আলম, মো. রিয়াজুল ইসলাম ও মো. কামরুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম সমূহ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত বুধবার রাত সাড়ে ১২টায় ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
এ নিয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘কয়েকজন ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনের ফুটপাতে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রফিকুল, ফিরোজ, রিয়াজুল ও কামরুলকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারকৃতদের ডাকাতির কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘প্রথমে তারা রাতে বিভিন্ন এলাকায় ঘুরে যেসব বাসার বাতি নেভানো থাকত সেই সব বাসা টার্গেট করত। টার্গেটকৃত বাসার অস্থায়ী গৃহকর্মী বা নাইট গার্ডের মাধ্যমেও তথ্য সংগ্রহ করে তারা। সুযোগ বুঝে গভীর রাতে ওই বাসার দরজা জানালা ভেঙে বাসার মালিককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।’
মো. মাহবুব আলম আরও বলেন, ‘লুট করে চলে যাওয়ার সময় বাসার দরজায় তালা লাগিয়ে দেয় তারা। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’ ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।

রাজধানীর মতিঝিল থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রফিকুল ইসলাম বাবু, মো. ফিরোজ আলম, মো. রিয়াজুল ইসলাম ও মো. কামরুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম সমূহ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত বুধবার রাত সাড়ে ১২টায় ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
এ নিয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘কয়েকজন ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনের ফুটপাতে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রফিকুল, ফিরোজ, রিয়াজুল ও কামরুলকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারকৃতদের ডাকাতির কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘প্রথমে তারা রাতে বিভিন্ন এলাকায় ঘুরে যেসব বাসার বাতি নেভানো থাকত সেই সব বাসা টার্গেট করত। টার্গেটকৃত বাসার অস্থায়ী গৃহকর্মী বা নাইট গার্ডের মাধ্যমেও তথ্য সংগ্রহ করে তারা। সুযোগ বুঝে গভীর রাতে ওই বাসার দরজা জানালা ভেঙে বাসার মালিককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।’
মো. মাহবুব আলম আরও বলেন, ‘লুট করে চলে যাওয়ার সময় বাসার দরজায় তালা লাগিয়ে দেয় তারা। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’ ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩৪ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে