নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিল থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রফিকুল ইসলাম বাবু, মো. ফিরোজ আলম, মো. রিয়াজুল ইসলাম ও মো. কামরুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম সমূহ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত বুধবার রাত সাড়ে ১২টায় ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
এ নিয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘কয়েকজন ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনের ফুটপাতে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রফিকুল, ফিরোজ, রিয়াজুল ও কামরুলকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারকৃতদের ডাকাতির কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘প্রথমে তারা রাতে বিভিন্ন এলাকায় ঘুরে যেসব বাসার বাতি নেভানো থাকত সেই সব বাসা টার্গেট করত। টার্গেটকৃত বাসার অস্থায়ী গৃহকর্মী বা নাইট গার্ডের মাধ্যমেও তথ্য সংগ্রহ করে তারা। সুযোগ বুঝে গভীর রাতে ওই বাসার দরজা জানালা ভেঙে বাসার মালিককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।’
মো. মাহবুব আলম আরও বলেন, ‘লুট করে চলে যাওয়ার সময় বাসার দরজায় তালা লাগিয়ে দেয় তারা। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’ ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।

রাজধানীর মতিঝিল থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রফিকুল ইসলাম বাবু, মো. ফিরোজ আলম, মো. রিয়াজুল ইসলাম ও মো. কামরুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম সমূহ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত বুধবার রাত সাড়ে ১২টায় ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
এ নিয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘কয়েকজন ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনের ফুটপাতে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রফিকুল, ফিরোজ, রিয়াজুল ও কামরুলকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারকৃতদের ডাকাতির কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘প্রথমে তারা রাতে বিভিন্ন এলাকায় ঘুরে যেসব বাসার বাতি নেভানো থাকত সেই সব বাসা টার্গেট করত। টার্গেটকৃত বাসার অস্থায়ী গৃহকর্মী বা নাইট গার্ডের মাধ্যমেও তথ্য সংগ্রহ করে তারা। সুযোগ বুঝে গভীর রাতে ওই বাসার দরজা জানালা ভেঙে বাসার মালিককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।’
মো. মাহবুব আলম আরও বলেন, ‘লুট করে চলে যাওয়ার সময় বাসার দরজায় তালা লাগিয়ে দেয় তারা। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’ ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
৪ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে