Ajker Patrika

রাজধানীতে ৪ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে ৪ ডাকাত গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রফিকুল ইসলাম বাবু, মো. ফিরোজ আলম, মো. রিয়াজুল ইসলাম ও মো. কামরুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম সমূহ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত বুধবার রাত সাড়ে ১২টায় ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

এ নিয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘কয়েকজন ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনের ফুটপাতে ডাকাতির উদ্দেশে  অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রফিকুল, ফিরোজ, রিয়াজুল ও কামরুলকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারকৃতদের ডাকাতির কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘প্রথমে তারা রাতে বিভিন্ন এলাকায় ঘুরে যেসব বাসার বাতি নেভানো থাকত সেই সব বাসা টার্গেট করত। টার্গেটকৃত বাসার অস্থায়ী গৃহকর্মী বা নাইট গার্ডের মাধ্যমেও তথ্য সংগ্রহ করে তারা। সুযোগ বুঝে গভীর রাতে ওই বাসার দরজা জানালা ভেঙে বাসার মালিককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।’

মো. মাহবুব আলম আরও বলেন, ‘লুট করে চলে যাওয়ার সময় বাসার দরজায় তালা লাগিয়ে দেয় তারা। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’ ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত