
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া বায়তুল আতিন জামে মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির সহযোগী দুটি সংগঠনের দুই নেতার মধ্যে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের আগে মসজিদের ভেতরেই দুই পক্ষ হাতাহাতি ও কিল-ঘুষিতে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি কমিটি ঘোষণার জেরে উত্তেজনা চরমে পৌঁছে।
সংঘর্ষে আহতদের মধ্যে হুমায়ুন ব্যাপারী এবং অনিক গুরুতর আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় মুসল্লি তাইজুদ্দিন জানান, মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে একটি কমিটি গঠন করা হলেও তা অপরপক্ষ মেনে নেয়নি।
আজ শুক্রবার জুমার নামাজের আগে নতুন কমিটির সভাপতি দাবি করে বক্তব্য দেন শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন। তিনি মুসল্লিদের সহযোগিতা কামনা করেন। এ সময় অপরপক্ষ শ্রীপুর পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুন ব্যাপারী দাঁড়িয়ে পাল্টা বক্তব্য দেন। তিনি দাবি করেন, দাতা পরিবারের সদস্যদের সম্মতিতে তাঁদের পক্ষ থেকে তালেব হোসেনকে সভাপতি এবং তাঁকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এই বক্তব্য চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। মসজিদের ভেতরেই কিল-ঘুষি, পাঞ্জাবি ছেঁড়াসহ চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
সংঘর্ষে মামুন ব্যাপারীর বড় ভাই হুমায়ুন ব্যাপারীসহ তার পক্ষের তিনজন আহত হন। অন্যদিকে, এনামুল হক খোকনের পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গুরুতর আহত তার ছেলে অনিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামুন ব্যাপারী বলেন, ‘আমরা দাতা পরিবারের সদস্য। আমাদের অজান্তে তারা মসজিদ-মাদ্রাসার কমিটি করেছে। আজ আমরা সর্বসম্মতিক্রমে আমাদের কমিটি ঘোষণা করেছি। সংঘর্ষে আমার ভাইসহ তিনজন আহত হয়েছেন।’
অপরদিকে এনামুল হক খোকন বলেন, ‘১৬ নভেম্বর সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি করা হয়েছে। জুমার নামাজের আগে পরিচিতি বক্তব্য দিলে প্রতিপক্ষ হট্টগোল করে পরিস্থিতি উত্তপ্ত করেছে। সংঘর্ষে আমার পক্ষের পাঁচজন আহত হয়েছেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে এমন সংঘর্ষে স্থানীয় মুসল্লিরা হতাশা প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত এই বিরোধ মেটানোর দাবি জানিয়েছেন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে