বিশেষ প্রতিনিধি, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) বিদায়ী নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ড. কামরুল ইসলাম বলেছেন, জবাবদিহিমূলক কার্যক্রম প্রবর্তনের মাধ্যমে দেশের ব্যস্ততম বিমানবন্দরের যাত্রীসেবা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
আজ বুধবার রাজধানীর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) উদ্যোগে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে নবনিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।
ড. কামরুল ইসলাম জানান, তাঁর দায়িত্বকালে জবাবদিহির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর ফলে স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ৮৫ শতাংশের বেশি ব্যাগেজ নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
তিনি বলেন, ‘আমরা একটি বিশেষ হটলাইন ব্যবস্থা চালু করেছি, যার মাধ্যমে যাত্রীদের অভিযোগের প্রায় ৯০ শতাংশ সমাধান করা সম্ভব হয়েছে। এতে সেবা প্রদানের মানও বেড়েছে।’
ড. ইসলাম আরও বলেন, সাম্প্রতিক অভ্যন্তরীণ জেট জ্বালানির মূল্যহ্রাস বিমানভাড়ার নিম্নমুখী প্রবণতা সৃষ্টি করবে, যা দেশের অভ্যন্তরীণ বিমানবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে বাংলাদেশের জিডিপিতে বিমান খাতের অবদান ১ শতাংশ থেকে বেড়ে ৫-৬ শতাংশে পৌঁছাতে পারে।
ড. কামরুল ইসলাম আশা প্রকাশ করেন, বহু প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল এ বছর চালু হবে। এটি এইচএসআইএর পরিচালন সক্ষমতা বাড়িয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ড. ইসলাম দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করে বলেন, ‘বিমান খাতের ওপর গঠনমূলক প্রতিবেদন তৈরির জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানাই; বিশেষ করে এইচএসআইএর কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) হিসেবে ভূমিকা তুলে ধরার জন্য।’
নবনিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ দায়িত্ব গ্রহণের সময় বলেন, ‘বিমানবন্দর একটি দেশের প্রথম ছাপ। এতে সর্বোচ্চ মানের প্রতিফলন ঘটাতে হবে।’ তিনি আন্তর্জাতিক মানের যাত্রী ও কার্গো সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৪ সালে এইচএসআইএ যাত্রীপ্রবাহ প্রায় ৭ শতাংশ বাড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী (দেশীয় ও আন্তর্জাতিক) পরিচালনা করা হয়, যা ২০২৩ সালের ১ কোটি ১৭ লাখ থেকে বেড়েছে। শুধু আন্তর্জাতিক যাত্রী চলাচলই ৮ শতাংশ বেড়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) বিদায়ী নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ড. কামরুল ইসলাম বলেছেন, জবাবদিহিমূলক কার্যক্রম প্রবর্তনের মাধ্যমে দেশের ব্যস্ততম বিমানবন্দরের যাত্রীসেবা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
আজ বুধবার রাজধানীর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) উদ্যোগে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে নবনিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।
ড. কামরুল ইসলাম জানান, তাঁর দায়িত্বকালে জবাবদিহির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর ফলে স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ৮৫ শতাংশের বেশি ব্যাগেজ নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
তিনি বলেন, ‘আমরা একটি বিশেষ হটলাইন ব্যবস্থা চালু করেছি, যার মাধ্যমে যাত্রীদের অভিযোগের প্রায় ৯০ শতাংশ সমাধান করা সম্ভব হয়েছে। এতে সেবা প্রদানের মানও বেড়েছে।’
ড. ইসলাম আরও বলেন, সাম্প্রতিক অভ্যন্তরীণ জেট জ্বালানির মূল্যহ্রাস বিমানভাড়ার নিম্নমুখী প্রবণতা সৃষ্টি করবে, যা দেশের অভ্যন্তরীণ বিমানবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে বাংলাদেশের জিডিপিতে বিমান খাতের অবদান ১ শতাংশ থেকে বেড়ে ৫-৬ শতাংশে পৌঁছাতে পারে।
ড. কামরুল ইসলাম আশা প্রকাশ করেন, বহু প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল এ বছর চালু হবে। এটি এইচএসআইএর পরিচালন সক্ষমতা বাড়িয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ড. ইসলাম দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করে বলেন, ‘বিমান খাতের ওপর গঠনমূলক প্রতিবেদন তৈরির জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানাই; বিশেষ করে এইচএসআইএর কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) হিসেবে ভূমিকা তুলে ধরার জন্য।’
নবনিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ দায়িত্ব গ্রহণের সময় বলেন, ‘বিমানবন্দর একটি দেশের প্রথম ছাপ। এতে সর্বোচ্চ মানের প্রতিফলন ঘটাতে হবে।’ তিনি আন্তর্জাতিক মানের যাত্রী ও কার্গো সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৪ সালে এইচএসআইএ যাত্রীপ্রবাহ প্রায় ৭ শতাংশ বাড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী (দেশীয় ও আন্তর্জাতিক) পরিচালনা করা হয়, যা ২০২৩ সালের ১ কোটি ১৭ লাখ থেকে বেড়েছে। শুধু আন্তর্জাতিক যাত্রী চলাচলই ৮ শতাংশ বেড়েছে।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৩০ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৪০ মিনিট আগে