জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসের মৃত্যুর ঘটনা তদন্তের দাবি জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অঙ্কনের ছবি সামনে রেখে মোমবাতি প্রজ্বলন করে এ দাবি জানান তারা। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীসহ অঙ্কনের অন্যান্য বন্ধুরাও উপস্থিত ছিলেন।
মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অঙ্কনের সহপাঠী আবু রায়হান বলেন, ‘ওর মতো মেধাবী একজন শিক্ষার্থী হুট করে সবার মাঝ থেকে হারিয়ে যেতে পারে না। আমরা চাই অঙ্কনের মৃত্যু-রহস্যের আইনি তদন্ত হোক। আমরা কারও বিরুদ্ধে অন্যায় হোক সেটা চাই না, অঙ্কনের ক্ষেত্রে তো একেবারেই না। আমরা এটাই চাই আমাদের সবার সামনে এত সম্ভাবনাময় একটা মানুষের মৃত্যু রহস্যের জালে চাপা না পড়ুক।’
অঙ্কনের আরেক সহপাঠী নাহিদ হাসান রবিন বলেন, ‘অঙ্কনকে আর ফিরে পাব না কখনোই। তবে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য অবশ্যই সুষ্ঠু তদন্ত হতেই হবে। নইলে ভবিষ্যতে আমরা আরও এমন অনেক অঙ্কনকে হারাব।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান নিয়ন বলেন, ‘ইংরেজি বিভাগের একটি ব্যাচের শিক্ষার্থীরা চলমান পরীক্ষা বর্জন করেছে। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হবে। যে করেই হোক, এই বিষয়ে তদন্ত করে সত্য উদ্ঘাটন করতেই হবে। আমরা আশা করব, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে এগিয়ে আসবে।’
গত ২৪ এপ্রিল স্বামীর বাসায় অজ্ঞান হয়ে পড়েন অঙ্কন বিশ্বাস। ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৮ মে মৃত্যুবরণ করেন অঙ্কন। হাসপাতাল সূত্রমতে, অতিরিক্ত বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর জানা যায়, ধর্মান্তরিত করে এই শিক্ষার্থীকে বিয়ে করেন একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ। শাকিলের সঙ্গে বিভিন্ন সময় মনোমালিন্য ও বিয়ের নিয়ে হতাশায় থাকতেন অঙ্কন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসের মৃত্যুর ঘটনা তদন্তের দাবি জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অঙ্কনের ছবি সামনে রেখে মোমবাতি প্রজ্বলন করে এ দাবি জানান তারা। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীসহ অঙ্কনের অন্যান্য বন্ধুরাও উপস্থিত ছিলেন।
মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অঙ্কনের সহপাঠী আবু রায়হান বলেন, ‘ওর মতো মেধাবী একজন শিক্ষার্থী হুট করে সবার মাঝ থেকে হারিয়ে যেতে পারে না। আমরা চাই অঙ্কনের মৃত্যু-রহস্যের আইনি তদন্ত হোক। আমরা কারও বিরুদ্ধে অন্যায় হোক সেটা চাই না, অঙ্কনের ক্ষেত্রে তো একেবারেই না। আমরা এটাই চাই আমাদের সবার সামনে এত সম্ভাবনাময় একটা মানুষের মৃত্যু রহস্যের জালে চাপা না পড়ুক।’
অঙ্কনের আরেক সহপাঠী নাহিদ হাসান রবিন বলেন, ‘অঙ্কনকে আর ফিরে পাব না কখনোই। তবে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য অবশ্যই সুষ্ঠু তদন্ত হতেই হবে। নইলে ভবিষ্যতে আমরা আরও এমন অনেক অঙ্কনকে হারাব।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান নিয়ন বলেন, ‘ইংরেজি বিভাগের একটি ব্যাচের শিক্ষার্থীরা চলমান পরীক্ষা বর্জন করেছে। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হবে। যে করেই হোক, এই বিষয়ে তদন্ত করে সত্য উদ্ঘাটন করতেই হবে। আমরা আশা করব, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে এগিয়ে আসবে।’
গত ২৪ এপ্রিল স্বামীর বাসায় অজ্ঞান হয়ে পড়েন অঙ্কন বিশ্বাস। ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৮ মে মৃত্যুবরণ করেন অঙ্কন। হাসপাতাল সূত্রমতে, অতিরিক্ত বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর জানা যায়, ধর্মান্তরিত করে এই শিক্ষার্থীকে বিয়ে করেন একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ। শাকিলের সঙ্গে বিভিন্ন সময় মনোমালিন্য ও বিয়ের নিয়ে হতাশায় থাকতেন অঙ্কন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে