
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের মালিকানাধীন দেড় বিঘা পুকুর এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে বরমী বাজারের সকল ময়লা ফেলার কারণে পুকুরটি এরই মধ্যে অস্তিত্ব হারিয়েছে। আগে এ পুকুরে মাছ চাষ করা হতো বলে জানিয়েছেন প্রবীণরা।
সরেজমিন ওই এলাকা ঘুরে দেখা যায়, বরমী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাড় ঘেঁষা এই পুকুরটি পশ্চিম এবং দক্ষিণ পাড় দখল করে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি। দক্ষিণ এবং উত্তর পাড়ে বাজারের সকল ময়লা পুকুরে ফেলা হচ্ছে। এতে পুকুর তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। লতাপাতা আর ঝোপঝাড়ে ভরে আছে পুকুরটি।
স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিন বলেন, এত সুন্দর একটি পুকুর চোখের সামনে ভরাট হচ্ছে। অথচ কর্তৃপক্ষ কোনো প্রকার উদ্যোগ নেয়নি। এ পুকুরে এক সময় প্রচুর পরিমাণের মাছ চাষ করা হতো।
স্থানীয় বাসিন্দা মো. জাকির মোড়ল বলেন, সরকারি পুকুর অযত্নে আর অবহেলায় ময়লা ফেলে ভরাট করা হচ্ছে। কেউ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এখন পর্যন্ত পুকুরের অস্তিত্ব বিদ্যমান। আগামী কয়েক বছরের মধ্যে পুকুরটি পুরোপুরি ভরাট হবে।
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য মো. ছাদেক মিয়া বলেন, পুকুরটির পশ্চিম ও উত্তর পাশের কিছু অংশ দখল করে এরই মধ্যে বসতঘর গড়ে তুলেছে। এভাবে ভরাট হতে থাকলে পুকুরের সবটুকু জায়গা দখল হয়ে যাবে।
পুলিশ সদস্য আরও বলেন, সাবেক দুই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ব্যাপারী ও শামসুল হক বাদল পুকুরের জমি মাপজোক করে দখল বুঝে নেয়। কিন্তু পুনরায় তা দখল হচ্ছে।
বরমী ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম বলেন, পুকুরে বর্তমানে টন টন ময়লা ফেলা হয়। গাড়িভর্তি ময়লা ফেলার কারণে পুকুর ভরাট হয়েছে। পুকুর এখন লতাপাতা আর ঝোপঝাড়ে ঘিরে গেছে।
বরমী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হরুন খন্দকার বলেন, পুকুরটিকে তাঁর আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। পুকুরের জায়গা দখলমুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে। শুধু তাই নয়, পুকুরে ময়লা ফেলা বন্ধ করতে উদ্যোগ নেওয়া হবে।
বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, আমি কিছুদিন হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। পুকুর সংস্কার করতে সময়ের ব্যাপার। পাশাপাশি নির্বাচন চলে আসছে। পুনরায় নির্বাচিত হতে পারলে পুকুর সংস্কার করা হবে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে ময়লা বর্জ্য ফেলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের মালিকানাধীন দেড় বিঘা পুকুর এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে বরমী বাজারের সকল ময়লা ফেলার কারণে পুকুরটি এরই মধ্যে অস্তিত্ব হারিয়েছে। আগে এ পুকুরে মাছ চাষ করা হতো বলে জানিয়েছেন প্রবীণরা।
সরেজমিন ওই এলাকা ঘুরে দেখা যায়, বরমী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাড় ঘেঁষা এই পুকুরটি পশ্চিম এবং দক্ষিণ পাড় দখল করে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি। দক্ষিণ এবং উত্তর পাড়ে বাজারের সকল ময়লা পুকুরে ফেলা হচ্ছে। এতে পুকুর তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। লতাপাতা আর ঝোপঝাড়ে ভরে আছে পুকুরটি।
স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিন বলেন, এত সুন্দর একটি পুকুর চোখের সামনে ভরাট হচ্ছে। অথচ কর্তৃপক্ষ কোনো প্রকার উদ্যোগ নেয়নি। এ পুকুরে এক সময় প্রচুর পরিমাণের মাছ চাষ করা হতো।
স্থানীয় বাসিন্দা মো. জাকির মোড়ল বলেন, সরকারি পুকুর অযত্নে আর অবহেলায় ময়লা ফেলে ভরাট করা হচ্ছে। কেউ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এখন পর্যন্ত পুকুরের অস্তিত্ব বিদ্যমান। আগামী কয়েক বছরের মধ্যে পুকুরটি পুরোপুরি ভরাট হবে।
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য মো. ছাদেক মিয়া বলেন, পুকুরটির পশ্চিম ও উত্তর পাশের কিছু অংশ দখল করে এরই মধ্যে বসতঘর গড়ে তুলেছে। এভাবে ভরাট হতে থাকলে পুকুরের সবটুকু জায়গা দখল হয়ে যাবে।
পুলিশ সদস্য আরও বলেন, সাবেক দুই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ব্যাপারী ও শামসুল হক বাদল পুকুরের জমি মাপজোক করে দখল বুঝে নেয়। কিন্তু পুনরায় তা দখল হচ্ছে।
বরমী ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম বলেন, পুকুরে বর্তমানে টন টন ময়লা ফেলা হয়। গাড়িভর্তি ময়লা ফেলার কারণে পুকুর ভরাট হয়েছে। পুকুর এখন লতাপাতা আর ঝোপঝাড়ে ঘিরে গেছে।
বরমী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হরুন খন্দকার বলেন, পুকুরটিকে তাঁর আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। পুকুরের জায়গা দখলমুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে। শুধু তাই নয়, পুকুরে ময়লা ফেলা বন্ধ করতে উদ্যোগ নেওয়া হবে।
বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, আমি কিছুদিন হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। পুকুর সংস্কার করতে সময়ের ব্যাপার। পাশাপাশি নির্বাচন চলে আসছে। পুনরায় নির্বাচিত হতে পারলে পুকুর সংস্কার করা হবে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে ময়লা বর্জ্য ফেলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৮ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
১১ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
১ ঘণ্টা আগে