Ajker Patrika

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

জবি প্রতিনিধি 
সোমবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন। ছবি: আজকের পত্রিকা
সোমবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্তে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার শিক্ষার্থীদের আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস মুখরিত করেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য এ সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন।

উপাচার্য রেজাউল করিম বলেন, ‘আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে আমাদের শিক্ষার্থীরা। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের যে বন্ধন তা অকল্পনীয়।’ শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার পাশাপাশি একাডেমিক উন্নয়নে অধিকতর মনোযোগ দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সেন্টার ফর এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে আমাদের সবারই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং অন্য শিক্ষকেরা। তাঁরা শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁদের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত