নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নিজেদের ঘর থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন—গিয়াস উদ্দিন (৭০) ও তাঁর ছেলে রাকিব হোসেন (৩০)। রাকিব পেশায় ইলেকট্রিশিয়ান এবং তাঁর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁদের গ্রামের বাড়ি। রাত ৮টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।
পুলিশ জানায়, রাকিব হোসেনের বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের অনুষ্ঠান না পেয়ে তাঁর সহপাঠী হারুন তাঁকে খুঁজতে বাসায় আসেন। রাত আনুমানিক সোয়া ৯টার দিকে গিয়ে বাসার দরজা বন্ধ পেয়ে হারুন ও তাঁর অন্য সহপাঠীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাঁরা বাবা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে জানা যায়, গিয়াস উদ্দিনের স্ত্রী প্রায় দুই বছর আগে মারা গেছেন। এরপর থেকে বাবা–ছেলে ওই বাসার একটি কক্ষে বাস করতেন। প্রায় ১২ বছর যাবত ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে আছেন তাঁরা।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, বাবা–ছেলের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় তাঁরা উভয়ে রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে আত্মহত্যা করেছেন।

রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নিজেদের ঘর থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন—গিয়াস উদ্দিন (৭০) ও তাঁর ছেলে রাকিব হোসেন (৩০)। রাকিব পেশায় ইলেকট্রিশিয়ান এবং তাঁর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁদের গ্রামের বাড়ি। রাত ৮টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।
পুলিশ জানায়, রাকিব হোসেনের বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের অনুষ্ঠান না পেয়ে তাঁর সহপাঠী হারুন তাঁকে খুঁজতে বাসায় আসেন। রাত আনুমানিক সোয়া ৯টার দিকে গিয়ে বাসার দরজা বন্ধ পেয়ে হারুন ও তাঁর অন্য সহপাঠীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাঁরা বাবা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে জানা যায়, গিয়াস উদ্দিনের স্ত্রী প্রায় দুই বছর আগে মারা গেছেন। এরপর থেকে বাবা–ছেলে ওই বাসার একটি কক্ষে বাস করতেন। প্রায় ১২ বছর যাবত ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে আছেন তাঁরা।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, বাবা–ছেলের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় তাঁরা উভয়ে রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে আত্মহত্যা করেছেন।

চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১৯ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৩৪ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
৩৭ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১ ঘণ্টা আগে