নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে শুনানি আবারও পিছিয়ে আগামী বছর ৩১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার দুইটি পৃথক আদালত এই তারিখ ধার্য করেন।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক ফয়সাল আতিক বিন কাদের অস্ত্র মামলার তারিখ ধার্য করেন। অন্যদিকে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের মাদক মামলার তারিখ ধার্য করেন।
আজ দুই মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট আদালতে হাজিরা ছিলেন। তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। দুই আদালতের বিচারক পৃথকভাবে সময় মঞ্জুর করেন।
এই দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি গত বছর ২৭ নভেম্বর ধার্য ছিল। ওইদিনও সম্রাটের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এরপর কয়েকটি তারিখে শুনানি পেছানো হয়।
২০১৯ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসে। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কয়েকজনকে গ্রেপ্তার করা হলে সম্রাট আত্মগোপন করেন। এসবের মধ্যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে ঢাকায় এনে তাদের করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ।
ওই দিন দুপুর ২টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বাহিনীটির একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে সম্রাটের কার্যালয়ে অভিযান শুরু করে। এসময় তার কার্যালয় থেকে অবৈধ পশুর চামড়া, পিস্তল এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কার্যালয়ে অবৈধভাবে পশুর চামড়া রাখার দায়ে তার ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরদিন র্যাবের ডিএডি আব্দুল খালেক অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনার পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে সবগুলো মামলায় সম্রাট জামিনে আছেন।

অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে শুনানি আবারও পিছিয়ে আগামী বছর ৩১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার দুইটি পৃথক আদালত এই তারিখ ধার্য করেন।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক ফয়সাল আতিক বিন কাদের অস্ত্র মামলার তারিখ ধার্য করেন। অন্যদিকে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের মাদক মামলার তারিখ ধার্য করেন।
আজ দুই মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট আদালতে হাজিরা ছিলেন। তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। দুই আদালতের বিচারক পৃথকভাবে সময় মঞ্জুর করেন।
এই দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি গত বছর ২৭ নভেম্বর ধার্য ছিল। ওইদিনও সম্রাটের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এরপর কয়েকটি তারিখে শুনানি পেছানো হয়।
২০১৯ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসে। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কয়েকজনকে গ্রেপ্তার করা হলে সম্রাট আত্মগোপন করেন। এসবের মধ্যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে ঢাকায় এনে তাদের করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ।
ওই দিন দুপুর ২টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বাহিনীটির একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে সম্রাটের কার্যালয়ে অভিযান শুরু করে। এসময় তার কার্যালয় থেকে অবৈধ পশুর চামড়া, পিস্তল এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কার্যালয়ে অবৈধভাবে পশুর চামড়া রাখার দায়ে তার ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরদিন র্যাবের ডিএডি আব্দুল খালেক অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনার পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে সবগুলো মামলায় সম্রাট জামিনে আছেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে