Ajker Patrika

জাবি শিক্ষার্থী রাচি নিহতের ঘটনায় অটোরিকশা চালক একদিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­
গ্রেপ্তার রিকশাচালক আরজু মিয়া। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার রিকশাচালক আরজু মিয়া। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা কারিম রাচি নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরের পর আরজু মিয়াকে আদালতে হাজির করে আশুলিয়া থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা দুদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আশুলিয়া থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ওই রিকশাচালকের বাসা থেকে তাঁকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দিন রাত দিবাগত ২টার দিকে আশুলিয়া থানা-পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।

গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা কারিম রাচি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাচি।

রাশির মৃত্যুর পর শিক্ষার্থীরা বিচারের দাবিতে আন্দোলনে নামেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন রিকশাচালক আরজু মিয়াকে শনাক্ত করে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত