প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে থেকে বিকেল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে ভুলতা পর্যন্ত এবং হাইওয়ে সড়কের নলপাথর থেকে পলখান পর্যন্ত এ যানজট দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ সারা দেশে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। ফলে রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়ক দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করছে। গণপরিবহনগুলোর নিয়ম ভেঙে বেপরোয়া চলাচল, যত্রতত্র যাত্রী উঠানামা, গোলাকান্দাইল হাট, কাঞ্চন সেতুতে টোল আদায়ে ধীর গতি, এশিয়ান হাইওয়ের এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় এ যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কে অবৈধ ও স্থানীয় সড়কের লেগুনা-সিএনজি-অটোরিকশা মহাসড়কে চলাচল ও স্ট্যান্ড দখলে রাখা, যাত্রীবাহী গাড়ি বাসস্ট্যান্ডে দীর্ঘসময় থামিয়ে যাত্রী উঠানামার কারণেও এ যানজট তৈরি হচ্ছে। এ দুই সড়কে অল্প সময়ের জন্য যানবাহন আটকে থাকলে মুহূর্তেই দীর্ঘ যানজট হয়। এতে ১ ঘণ্টার পথ যেতে সময় লাগে ৪ ঘণ্টা। এতে বিপাকে পড়েছে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী গাড়ি। অপরদিকে, যানজটে আটকে পড়ে ভোগান্তিতে রয়েছেন ঘরমুখো হাজার হাজার মানুষ।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রাশেদুল ইসলাম জানান, আজ সকাল থেকেই দুই সড়কে গাড়ির অধিক চাপে যানজট তৈরি হয়। যানজট নিরসনে হিমশিম খাচ্ছেন তাঁরা। তবে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ। চালকদের নিয়মভঙ্গ করে গাড়ি চালানো ও গাড়ির বাড়তি চাপ এ যানজটের কারণ বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে কাঞ্চন ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ (টি-আই) জহিরুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। রাস্তার কাজ চলমান ও বাড়তি গাড়ির চাপে এ যানজট সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে থেকে বিকেল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে ভুলতা পর্যন্ত এবং হাইওয়ে সড়কের নলপাথর থেকে পলখান পর্যন্ত এ যানজট দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ সারা দেশে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। ফলে রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়ক দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করছে। গণপরিবহনগুলোর নিয়ম ভেঙে বেপরোয়া চলাচল, যত্রতত্র যাত্রী উঠানামা, গোলাকান্দাইল হাট, কাঞ্চন সেতুতে টোল আদায়ে ধীর গতি, এশিয়ান হাইওয়ের এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় এ যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কে অবৈধ ও স্থানীয় সড়কের লেগুনা-সিএনজি-অটোরিকশা মহাসড়কে চলাচল ও স্ট্যান্ড দখলে রাখা, যাত্রীবাহী গাড়ি বাসস্ট্যান্ডে দীর্ঘসময় থামিয়ে যাত্রী উঠানামার কারণেও এ যানজট তৈরি হচ্ছে। এ দুই সড়কে অল্প সময়ের জন্য যানবাহন আটকে থাকলে মুহূর্তেই দীর্ঘ যানজট হয়। এতে ১ ঘণ্টার পথ যেতে সময় লাগে ৪ ঘণ্টা। এতে বিপাকে পড়েছে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী গাড়ি। অপরদিকে, যানজটে আটকে পড়ে ভোগান্তিতে রয়েছেন ঘরমুখো হাজার হাজার মানুষ।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রাশেদুল ইসলাম জানান, আজ সকাল থেকেই দুই সড়কে গাড়ির অধিক চাপে যানজট তৈরি হয়। যানজট নিরসনে হিমশিম খাচ্ছেন তাঁরা। তবে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ। চালকদের নিয়মভঙ্গ করে গাড়ি চালানো ও গাড়ির বাড়তি চাপ এ যানজটের কারণ বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে কাঞ্চন ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ (টি-আই) জহিরুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। রাস্তার কাজ চলমান ও বাড়তি গাড়ির চাপে এ যানজট সৃষ্টি হয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে