নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় একটি কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাজধানীর মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় এ ঘটনা ঘটে। এ জন্য নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর এ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারা দেশের ২৪ জেলা শহরে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে স্কুল-২ ও স্কুল পর্যায়ের অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটেছে। এ জন্য এ কেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। পরে পাশের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্ন এনে পরীক্ষা নেওয়া হয়েছে।
জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘এমন অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ। ২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ প্রদান করত। সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।
এর আগে, গত ১৭ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন। এতে প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ জন প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় একটি কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাজধানীর মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় এ ঘটনা ঘটে। এ জন্য নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর এ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারা দেশের ২৪ জেলা শহরে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে স্কুল-২ ও স্কুল পর্যায়ের অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটেছে। এ জন্য এ কেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। পরে পাশের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্ন এনে পরীক্ষা নেওয়া হয়েছে।
জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘এমন অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ। ২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ প্রদান করত। সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।
এর আগে, গত ১৭ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন। এতে প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ জন প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২০ মিনিট আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২৬ মিনিট আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
২৮ মিনিট আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
৩২ মিনিট আগে