Ajker Patrika

ঋণ শোধ করতে চুরি, দম্পতি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৭: ৫৫
ঋণ শোধ করতে চুরি, দম্পতি গ্রেপ্তার

ঋণের ৮০ হাজার টাকা শোধ করতে দুই মাস পরিকল্পনা করে মুদি দোকানের গুদামে চুরির দায়ে গ্রেপ্তার হয়েছেন এক দম্পতি। তাঁদের কাছ থেকে চুরির মালামাল, টাকা ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর সদরের জহুরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৫) এবং তাঁর স্ত্রী ও পটুয়াখালীর সুলতান মালের মেয়ে খুশি আক্তার। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

মোহাম্মদ মহসীন জানান, উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১ নম্বর প্লটের মেসার্স বিসমিল্লাহ স্টোরের গুদামে ঈদের দিন রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা হলে উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জসিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে তুরাগের পাকুরিয়া থেকে জসিমের স্ত্রী খুশি আক্তারকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের সময় ওই দম্পতির কাছ থেকে ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ৩ কার্টন সিগারেট এবং চোরাই সিগারেট ৪ লাখ ৯৫ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি হেস্কো ব্লেড এবং একটি প্লাস উদ্ধার করা হয়। 

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ওই গুদামের তালা কেটে ঈদের দিন রাতে বিভিন্ন ব্র্যান্ডের ৯ কার্টন সিগারেট চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে জসিম, তাঁর স্ত্রী ও অন্যান্য আসামিদের শনাক্ত করা হয়। পরে উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে জসিম এবং তুরাগের পাকুরিয়া থেকে তাঁর স্ত্রী খুশিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জসিমের ভাইসহ পলাতক আরও তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। 

ওসি মহসীন বলেন, ‘গ্রেপ্তার হওয়া জসিম নিজেও একজন ব্যবসায়ী। তাঁর মোবাইল ফোনে ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। নানা কারণে জসিমের ৮০ হাজার টাকা ঋণ হয়। ঋণের টাকা শোধ করতে দুই মাস ধরে চুরির পরিকল্পনা করেন জসিম ও তাঁর স্ত্রী। ঈদের দিন মানুষের লোকসমাগম কম হওয়ায় ওই দিনকেই বেছে নেয় তাঁরা। পরিকল্পনা অনুযায়ী ঈদের দিন রাতে জসিম ভ্যান নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন। আর তাঁর স্ত্রী খুশি বাইরে পাহারা দিয়ে সব ফোনে জানান। অন্যদিকে তাঁর ভাইসহ তিনজন গুদাম থেকে বিভিন্ন ব্র্যান্ডের কার্টন সিগারেট বের করে নিয়ে পালিয়ে যায়। এসব দৃশ্য সিসিটিভি ক্যামেরায়ও ধরা পড়ে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত