নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রীবাড়ী থানার কাজলা এলাকায় মিনিবাসের ধাক্কায় আরাফাত ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পরপরই মিনিবাসটির চালক মো. দুলালকে (৫০) আটক করেছে পুলিশ।
জানা গেছে, আরাফাত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিল। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বাউসিয়া বড়কান্দি গ্রাম থেকে শরীরে রক্ত দেওয়ার জন্য মায়ের সঙ্গে ঢাকায় আসছিল। যাত্রাবাড়ীতে মিনিবাসের ধাক্কায় আহত হয় সে। তার বাবা মো. শরীফ একজন দোকান কর্মচারী। শরীফ ও আইরিন দম্পতির একমাত্র সন্তান আরাফাত।
শিশুটির মা আইরিন আক্তার জানান, জন্মের তিন বছর পর আরাফাতের থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। দুই বছর ধরে প্রতি মাসে এক ব্যাগ করে রক্ত দেওয়া হচ্ছিল। এ জন্য প্রতি মাসে ঢাকার শান্তিনগরে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে এসে রক্ত দেওয়া হয়। আজ সকালে সন্তানকে নিয়ে ঢাকায় আসেন তিনি। পথে কাজলা হানিফ ফ্লাইওভার টোল প্লাজার পাশে নামেন। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিল শিশুটি। পাশেই দাঁড়িয়ে ছিলেন আইরিন। হঠাৎ একটি মিনিবাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়।
শিশুটির বাবা শরিফ মিয়া জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে ঘটনার পরে ছেলেকে ধাক্কা দেওয়া বাসচালকের শাস্তির দাবি করলেও মামলা করেনি শিশুটির পরিবার। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে শিশুটির পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি। তাঁরা বলছেন, আরাফাতকে দাফন করা হয়েছে। এখন কেউ এ বিষয়ে কথা বলতে চান না।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আখতার হোসেন বলেন, ‘কাজলা টোল প্লাজার পাশে একটি মিনিবাসের ধাক্কায় শিশু নিহতের ঘটনায় বাসচালককে আটক করেছি। কিন্তু নিহত শিশুটির পরিবার বাসমালিকের সঙ্গে আপস করতে আলোচনা করছে। তারা মামলা করতে চায় না। থানায় ডেকেছি কিন্তু তারা থানায় না এসে বাইরে মীমাংসার জন্য আলোচনায় বসেছে। চালক থানায় আছে। বাসটি জব্দ করা হয়েছে।’

রাজধানীর যাত্রীবাড়ী থানার কাজলা এলাকায় মিনিবাসের ধাক্কায় আরাফাত ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পরপরই মিনিবাসটির চালক মো. দুলালকে (৫০) আটক করেছে পুলিশ।
জানা গেছে, আরাফাত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিল। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বাউসিয়া বড়কান্দি গ্রাম থেকে শরীরে রক্ত দেওয়ার জন্য মায়ের সঙ্গে ঢাকায় আসছিল। যাত্রাবাড়ীতে মিনিবাসের ধাক্কায় আহত হয় সে। তার বাবা মো. শরীফ একজন দোকান কর্মচারী। শরীফ ও আইরিন দম্পতির একমাত্র সন্তান আরাফাত।
শিশুটির মা আইরিন আক্তার জানান, জন্মের তিন বছর পর আরাফাতের থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। দুই বছর ধরে প্রতি মাসে এক ব্যাগ করে রক্ত দেওয়া হচ্ছিল। এ জন্য প্রতি মাসে ঢাকার শান্তিনগরে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে এসে রক্ত দেওয়া হয়। আজ সকালে সন্তানকে নিয়ে ঢাকায় আসেন তিনি। পথে কাজলা হানিফ ফ্লাইওভার টোল প্লাজার পাশে নামেন। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিল শিশুটি। পাশেই দাঁড়িয়ে ছিলেন আইরিন। হঠাৎ একটি মিনিবাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়।
শিশুটির বাবা শরিফ মিয়া জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে ঘটনার পরে ছেলেকে ধাক্কা দেওয়া বাসচালকের শাস্তির দাবি করলেও মামলা করেনি শিশুটির পরিবার। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে শিশুটির পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি। তাঁরা বলছেন, আরাফাতকে দাফন করা হয়েছে। এখন কেউ এ বিষয়ে কথা বলতে চান না।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আখতার হোসেন বলেন, ‘কাজলা টোল প্লাজার পাশে একটি মিনিবাসের ধাক্কায় শিশু নিহতের ঘটনায় বাসচালককে আটক করেছি। কিন্তু নিহত শিশুটির পরিবার বাসমালিকের সঙ্গে আপস করতে আলোচনা করছে। তারা মামলা করতে চায় না। থানায় ডেকেছি কিন্তু তারা থানায় না এসে বাইরে মীমাংসার জন্য আলোচনায় বসেছে। চালক থানায় আছে। বাসটি জব্দ করা হয়েছে।’

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৫ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে