
গাজীপুরের শ্রীপুরে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে জনরোষের মুখে পড়েন শ্রীপুর থানার এসআই মামুনসহ দুই পুলিশ সদস্য। তাঁদেরকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশের কয়েকটি টিমের অতিরিক্ত সদস্যরা এসে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, পুলিশ সদস্যরা সাদা পোশাকে থাকায় তাঁদের সন্দেহ হয়। পরোয়ানাভুক্ত আসামি আবুল কালামকে পুলিশ মারধর করেছে বলেও অভিযোগ তাঁদের।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামের গাড়োপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরোয়ানাভুক্ত আসামি আবুল কালামকে (৪৫) গ্রেপ্তার করে নিয়ে যায়।
আবুল কালামের স্ত্রী পারভীন আক্তার বলেন, ‘সন্ধ্যার পর তাঁর স্বামী বাড়ির বাইরে যান। এ সময় সাদা পোশাকে পুলিশ তাঁকে মারধর করে বিবস্ত্র করে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে মারধর করার কারণ জানতে চাই। এ সময় ওই দুই পুলিশ সদস্য আমাকে লাথি মারেন। এর প্রতিবাদ করলে পাশের একটি সেলুনে নিয়ে কাশেমকে আটকে রাখা হয়।’
পারভীন আক্তার আরও বলেন, ‘আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। সব মামলাতে তিনি জামিনে রয়েছেন। তবুও প্রায় এসে পুলিশ গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেলেই হয়রানি করে।’
ঘটনাস্থলের পাশেই আখের রস বিক্রি করেন জাহাঙ্গীর। তিনি জানান, হঠাৎ পুলিশের দুই সদস্য এসে কালামকে মারধর করে গাড়িতে ওঠাতে শুরু করে। বাজারে থাকা লোকজন এর প্রতিবাদ করলে পুলিশ কালামকে নিয়ে পাশের একটি সেলুনে আটকে মারধর করে। মারধরে বাধা দিলে তিনিও মারধরের শিকার হন বলে জানান।
শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন আনিসুল আশেকীন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরোয়ানাভুক্ত আসামিকে থানায় নিয়ে এসেছে। অন্যান্য বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান তিনি।

গাজীপুরের শ্রীপুরে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে জনরোষের মুখে পড়েন শ্রীপুর থানার এসআই মামুনসহ দুই পুলিশ সদস্য। তাঁদেরকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশের কয়েকটি টিমের অতিরিক্ত সদস্যরা এসে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, পুলিশ সদস্যরা সাদা পোশাকে থাকায় তাঁদের সন্দেহ হয়। পরোয়ানাভুক্ত আসামি আবুল কালামকে পুলিশ মারধর করেছে বলেও অভিযোগ তাঁদের।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামের গাড়োপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরোয়ানাভুক্ত আসামি আবুল কালামকে (৪৫) গ্রেপ্তার করে নিয়ে যায়।
আবুল কালামের স্ত্রী পারভীন আক্তার বলেন, ‘সন্ধ্যার পর তাঁর স্বামী বাড়ির বাইরে যান। এ সময় সাদা পোশাকে পুলিশ তাঁকে মারধর করে বিবস্ত্র করে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে মারধর করার কারণ জানতে চাই। এ সময় ওই দুই পুলিশ সদস্য আমাকে লাথি মারেন। এর প্রতিবাদ করলে পাশের একটি সেলুনে নিয়ে কাশেমকে আটকে রাখা হয়।’
পারভীন আক্তার আরও বলেন, ‘আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। সব মামলাতে তিনি জামিনে রয়েছেন। তবুও প্রায় এসে পুলিশ গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেলেই হয়রানি করে।’
ঘটনাস্থলের পাশেই আখের রস বিক্রি করেন জাহাঙ্গীর। তিনি জানান, হঠাৎ পুলিশের দুই সদস্য এসে কালামকে মারধর করে গাড়িতে ওঠাতে শুরু করে। বাজারে থাকা লোকজন এর প্রতিবাদ করলে পুলিশ কালামকে নিয়ে পাশের একটি সেলুনে আটকে মারধর করে। মারধরে বাধা দিলে তিনিও মারধরের শিকার হন বলে জানান।
শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন আনিসুল আশেকীন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরোয়ানাভুক্ত আসামিকে থানায় নিয়ে এসেছে। অন্যান্য বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান তিনি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে