নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতি পদে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নিতে যাচ্ছেন ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার। আর টানা পঞ্চম মেয়াদে সাধারণ সম্পাদক পদে বসতে যাচ্ছেন কমপিউটার জগৎয়ের প্রধান নির্বাহী আব্দুল ওয়াহেদ তমাল। ২০১৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এ পদে আছেন তিনি। সোমবার এই দুজনসহ পাঁচজনকে ই-ক্যাবের শীর্ষ পাঁচ পদে নির্বাচিত করা হয়। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা এবং অর্থ সম্পাদক আসিফ আহনাফ। এরা প্রত্যেকেই বর্তমান কমিটিতেও রয়েছেন।
গত ১৮ জুন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অগ্রগামী, দ্যা চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেল ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯ জন বিজয়ীর মধ্যে প্রথম ৮ জন প্রার্থী অগ্রগামী প্যানেল থেকে এবং একজন প্রার্থী দ্যা চেঞ্জ মেকারস প্যানেল থেকে নির্বাচিত হন। নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার বাণিজ্য সংগঠন হিসেবে ই-ক্যাবের শীর্ষ কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত ৯ পরিচালকের ৫ জন ভিন্ন ভিন্ন পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন। একই পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড ৫ জনকে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে মঙ্গলবার বিকেল চারটার মধ্যে লিখিত আবেদন করতে হবে। দ্যা চেঞ্জ মেকার্স এবং ঐক্য প্যানেলের একাধিক প্রার্থী জানিয়েছেন তারা হাতে ভোট পুনগননার আবেদন করেছেন।
এ বিষয়ে ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেক প্রার্থীর আলাদা আলাদা আবেদন করতে হয়। আমি ফলাফলে আপত্তি জানিয়ে আবেদন করেছি।
তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২ জুলাই নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করবে।

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতি পদে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নিতে যাচ্ছেন ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার। আর টানা পঞ্চম মেয়াদে সাধারণ সম্পাদক পদে বসতে যাচ্ছেন কমপিউটার জগৎয়ের প্রধান নির্বাহী আব্দুল ওয়াহেদ তমাল। ২০১৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এ পদে আছেন তিনি। সোমবার এই দুজনসহ পাঁচজনকে ই-ক্যাবের শীর্ষ পাঁচ পদে নির্বাচিত করা হয়। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা এবং অর্থ সম্পাদক আসিফ আহনাফ। এরা প্রত্যেকেই বর্তমান কমিটিতেও রয়েছেন।
গত ১৮ জুন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অগ্রগামী, দ্যা চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেল ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯ জন বিজয়ীর মধ্যে প্রথম ৮ জন প্রার্থী অগ্রগামী প্যানেল থেকে এবং একজন প্রার্থী দ্যা চেঞ্জ মেকারস প্যানেল থেকে নির্বাচিত হন। নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার বাণিজ্য সংগঠন হিসেবে ই-ক্যাবের শীর্ষ কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত ৯ পরিচালকের ৫ জন ভিন্ন ভিন্ন পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন। একই পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড ৫ জনকে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে মঙ্গলবার বিকেল চারটার মধ্যে লিখিত আবেদন করতে হবে। দ্যা চেঞ্জ মেকার্স এবং ঐক্য প্যানেলের একাধিক প্রার্থী জানিয়েছেন তারা হাতে ভোট পুনগননার আবেদন করেছেন।
এ বিষয়ে ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেক প্রার্থীর আলাদা আলাদা আবেদন করতে হয়। আমি ফলাফলে আপত্তি জানিয়ে আবেদন করেছি।
তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২ জুলাই নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে