নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এই দেশে শিশুদের অসাম্প্রদায়িক করে গড়ে তোলার পরিবেশ কঠিন হয়ে গেছে। গত ৬০ বছরের তুলনায় তা আরও বাড়ছে। তাদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা; তাও সম্ভব, কিন্তু অসাম্প্রদায়িক করে তোলা তার চেয়েও কঠিন।
আজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণের গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, খেলাঘর প্রতিষ্ঠার পর থেকে শিশুদের অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার মত একটা কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িকতার বিষে আক্রান্ত এ দেশে এর চেয়ে কঠিন কোন কাজ হতে পারে না।
শিশুদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য অনুষ্ঠানে বক্তাদের পরামর্শের আলোকে পরিকল্পনা মন্ত্রী বলেন, শিশুদের জন্য সরকারের সরাসরি কিছু কর্মসূচি আছে। আরও অনেক কর্মসূচি নেওয়া হবে। সরকার মনে করে শিশুদের জন্য বিনিয়োগ করাই একটা জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ।
সম্মাননা অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী জাবেদ ইকবাল শিহাব। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন অধ্যাপক মাহফুজা খানম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় নয়জন বিশিষ্ট ব্যক্তিকে খেলাঘর গুণীজন সম্মাননায় ভূষিত করা হয়। তাঁরা হলেন-অধ্যাপক মাহফুজা খানম, মঞ্জুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, ডা. আমজাদ হোসেন, ডা. আলী আজগর (মরণোত্তর), সাংসদ আরমা দত্ত, শ্যামলী নাসরিন চৌধুরী, ডা. দিবালোক সিং ও ঝর্ণাদাস পুরকায়স্থ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এই দেশে শিশুদের অসাম্প্রদায়িক করে গড়ে তোলার পরিবেশ কঠিন হয়ে গেছে। গত ৬০ বছরের তুলনায় তা আরও বাড়ছে। তাদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা; তাও সম্ভব, কিন্তু অসাম্প্রদায়িক করে তোলা তার চেয়েও কঠিন।
আজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণের গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, খেলাঘর প্রতিষ্ঠার পর থেকে শিশুদের অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার মত একটা কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িকতার বিষে আক্রান্ত এ দেশে এর চেয়ে কঠিন কোন কাজ হতে পারে না।
শিশুদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য অনুষ্ঠানে বক্তাদের পরামর্শের আলোকে পরিকল্পনা মন্ত্রী বলেন, শিশুদের জন্য সরকারের সরাসরি কিছু কর্মসূচি আছে। আরও অনেক কর্মসূচি নেওয়া হবে। সরকার মনে করে শিশুদের জন্য বিনিয়োগ করাই একটা জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ।
সম্মাননা অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী জাবেদ ইকবাল শিহাব। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন অধ্যাপক মাহফুজা খানম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় নয়জন বিশিষ্ট ব্যক্তিকে খেলাঘর গুণীজন সম্মাননায় ভূষিত করা হয়। তাঁরা হলেন-অধ্যাপক মাহফুজা খানম, মঞ্জুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, ডা. আমজাদ হোসেন, ডা. আলী আজগর (মরণোত্তর), সাংসদ আরমা দত্ত, শ্যামলী নাসরিন চৌধুরী, ডা. দিবালোক সিং ও ঝর্ণাদাস পুরকায়স্থ।

নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
২৪ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।
২৭ মিনিট আগে