আজকের পত্রিকা ডেস্ক

নারীবিষয়ক সংস্কারের জন্য এখন পর্যন্ত গঠিত সব সংস্কার কমিশনে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। কমিশনের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের ৮ বিভাগে আটটি পরামর্শ সভা করার বিষয়েও একমত হয়েছেন কমিশনের সদস্যরা।
রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমিতে আজ সোমবার দুপুরে নারীবিষয়ক সংস্কার কমিশনের বৈঠকটি হয়। কমিশনের পরবর্তী সভা হবে ১১ ডিসেম্বর।
কমিশনের প্রধান শিরীন পারভীন হক আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের লক্ষ্য দুটি। বৈষম্য দূর করা এবং সমতা প্রতিষ্ঠা করা। আমরা সব সংস্কার কমিশনে আমাদের সুপারিশ পাঠাব। আট বিভাগে আটটি পরামর্শ সভা করব। এ ছাড়াও বিভিন্ন গ্রুপ ও পেশাজীবীর সঙ্গে আমরা আলোচনা করব। সবার মতামতের ভিত্তিতে সুপারিশপত্র তৈরি করে কমিশনগুলোতে পাঠানো হবে।’
নারীদের প্রতি বৈষম্যমূলক আইন সংস্কারের বিষয়ে কমিশন সুপারিশ করবে কি না জানতে চাইলে শিরীন পারভীন হক বলেন, ‘এ বিষয়ে আমরা আইন সংস্কার কমিশনের কাছে সুপারিশ পাঠাব। নারীবিষয়ক সংস্কারের কাজগুলো ‘‘ক্রস ডিসিশন”। অন্য কমিশনগুলোও এর সঙ্গে যুক্ত। তাই আইনের বিষয়গুলো নিয়ে আইন কমিশনে, একইভাবে অন্য বিষয়গুলো নিয়ে সে-সংক্রান্ত কমিশনে সুপারিশ পাঠানো হবে।’
গত ১৭ অক্টোবর নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর গত ১৮ নভেম্বর নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের কার্যপ্রক্রিয়ায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।

নারীবিষয়ক সংস্কারের জন্য এখন পর্যন্ত গঠিত সব সংস্কার কমিশনে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। কমিশনের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের ৮ বিভাগে আটটি পরামর্শ সভা করার বিষয়েও একমত হয়েছেন কমিশনের সদস্যরা।
রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমিতে আজ সোমবার দুপুরে নারীবিষয়ক সংস্কার কমিশনের বৈঠকটি হয়। কমিশনের পরবর্তী সভা হবে ১১ ডিসেম্বর।
কমিশনের প্রধান শিরীন পারভীন হক আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের লক্ষ্য দুটি। বৈষম্য দূর করা এবং সমতা প্রতিষ্ঠা করা। আমরা সব সংস্কার কমিশনে আমাদের সুপারিশ পাঠাব। আট বিভাগে আটটি পরামর্শ সভা করব। এ ছাড়াও বিভিন্ন গ্রুপ ও পেশাজীবীর সঙ্গে আমরা আলোচনা করব। সবার মতামতের ভিত্তিতে সুপারিশপত্র তৈরি করে কমিশনগুলোতে পাঠানো হবে।’
নারীদের প্রতি বৈষম্যমূলক আইন সংস্কারের বিষয়ে কমিশন সুপারিশ করবে কি না জানতে চাইলে শিরীন পারভীন হক বলেন, ‘এ বিষয়ে আমরা আইন সংস্কার কমিশনের কাছে সুপারিশ পাঠাব। নারীবিষয়ক সংস্কারের কাজগুলো ‘‘ক্রস ডিসিশন”। অন্য কমিশনগুলোও এর সঙ্গে যুক্ত। তাই আইনের বিষয়গুলো নিয়ে আইন কমিশনে, একইভাবে অন্য বিষয়গুলো নিয়ে সে-সংক্রান্ত কমিশনে সুপারিশ পাঠানো হবে।’
গত ১৭ অক্টোবর নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর গত ১৮ নভেম্বর নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের কার্যপ্রক্রিয়ায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১৮ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৩ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৪২ মিনিট আগে