নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার কথিত মানবতার ফেরিওয়ালা, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের প্রধান মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ডে থাকা মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদের পর তাঁকেও ডাকা হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ এ কথা জানান।
মিল্টনকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন বিষয়ে তাঁর স্ত্রীর প্রসঙ্গ এসেছে, তাই তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান হারুন।
ডিবিপ্রধান জানান, স্ত্রী মিতু হালদার ছাড়াও মিল্টনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানাতে কারা সাহায্য করতেন, তাঁর ব্যাংক হিসাবে কারা টাকা পাঠাতেন, কীভাবে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হলেন, সবকিছুর তদন্ত করা হবে।
ডিবিপ্রধান হারুন বলেন, ‘নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সমাদ্দার সাইকোতে (মানসিক রোগী) পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, সেসব বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হচ্ছে। তাঁর উত্থান কীভাবে হলো, তথাকথিত মানবতার ফেরওয়ালা কীভাবে হলেন, তাঁর অর্থের উৎস কীভাবে আসে, কীভাবে তিনি দরিদ্র মানুষ জোগাড় করতেন এবং কেনই-বা তাঁদের টর্চার সেলে এনে পেটাতেন—সব বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে।’
তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিল্টন কীভাবে অর্থ উপার্জন করতেন এবং কারা তাঁকে সহায়তা করতেন। তাঁদেরও শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা মিরপুর বিভাগ। পরে রাতে তাঁর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয়। সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে মিল্টনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গ্রেপ্তার কথিত মানবতার ফেরিওয়ালা, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের প্রধান মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ডে থাকা মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদের পর তাঁকেও ডাকা হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ এ কথা জানান।
মিল্টনকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন বিষয়ে তাঁর স্ত্রীর প্রসঙ্গ এসেছে, তাই তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান হারুন।
ডিবিপ্রধান জানান, স্ত্রী মিতু হালদার ছাড়াও মিল্টনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানাতে কারা সাহায্য করতেন, তাঁর ব্যাংক হিসাবে কারা টাকা পাঠাতেন, কীভাবে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হলেন, সবকিছুর তদন্ত করা হবে।
ডিবিপ্রধান হারুন বলেন, ‘নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সমাদ্দার সাইকোতে (মানসিক রোগী) পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, সেসব বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হচ্ছে। তাঁর উত্থান কীভাবে হলো, তথাকথিত মানবতার ফেরওয়ালা কীভাবে হলেন, তাঁর অর্থের উৎস কীভাবে আসে, কীভাবে তিনি দরিদ্র মানুষ জোগাড় করতেন এবং কেনই-বা তাঁদের টর্চার সেলে এনে পেটাতেন—সব বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে।’
তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিল্টন কীভাবে অর্থ উপার্জন করতেন এবং কারা তাঁকে সহায়তা করতেন। তাঁদেরও শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা মিরপুর বিভাগ। পরে রাতে তাঁর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয়। সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে মিল্টনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩২ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৬ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে