Ajker Patrika

মিল্টন সমাদ্দারকে ‘মানসিক রোগী’ বলছে ডিবি, স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মে ২০২৪, ২১: ০৪
মিল্টন সমাদ্দারকে ‘মানসিক রোগী’ বলছে ডিবি, স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে

গ্রেপ্তার কথিত মানবতার ফেরিওয়ালা, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের প্রধান মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ডে থাকা মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদের পর তাঁকেও ডাকা হবে। 

আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ এ কথা জানান। 

মিল্টনকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন বিষয়ে তাঁর স্ত্রীর প্রসঙ্গ এসেছে, তাই তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান হারুন। 

ডিবিপ্রধান জানান, স্ত্রী মিতু হালদার ছাড়াও মিল্টনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানাতে কারা সাহায্য করতেন, তাঁর ব্যাংক হিসাবে কারা টাকা পাঠাতেন, কীভাবে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হলেন, সবকিছুর তদন্ত করা হবে। 

ডিবিপ্রধান হারুন বলেন, ‘নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সমাদ্দার সাইকোতে (মানসিক রোগী) পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, সেসব বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হচ্ছে। তাঁর উত্থান কীভাবে হলো, তথাকথিত মানবতার ফেরওয়ালা কীভাবে হলেন, তাঁর অর্থের উৎস কীভাবে আসে, কীভাবে তিনি দরিদ্র মানুষ জোগাড় করতেন এবং কেনই-বা তাঁদের টর্চার সেলে এনে পেটাতেন—সব বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে।’ 

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিল্টন কীভাবে অর্থ উপার্জন করতেন এবং কারা তাঁকে সহায়তা করতেন। তাঁদেরও শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হবে। 

এর আগে গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা মিরপুর বিভাগ। পরে রাতে তাঁর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয়। সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে মিল্টনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত