Ajker Patrika

শিক্ষক হত্যা, স্কুলের অ্যাডহক কমিটি স্থগিত

সাভার (ঢাকা) প্রতিনিধি
শিক্ষক হত্যা, স্কুলের অ্যাডহক কমিটি স্থগিত

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডির অ্যাডহক কমিটি স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষা বোর্ডের সিদ্ধান্তক্রমে ওই কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটি স্থগিত করা হয়েছে। ওই কলেজকে নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের পূর্ণাঙ্গ কমিটি নেই, অ্যাডহক কমিটি আছে। আমরা অ্যাডহকেই স্প্লিট করেছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে ওই ছাত্রকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল। শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মাহরুফ আলী ওই ছাত্রের কাকা। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, কলেজে শিক্ষাবোর্ডের লোকজন এসেছেন। আলোচনা চলছে।

প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রকাশ্যে শিক্ষক উৎপলকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে আঘাত করেন ওই ছাত্র। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ওই শিক্ষকের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত