নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় পাঁচ মাস ধরে নিখোঁজ ছেলে রহমত উল্লাহর সন্ধান চেয়েছেন তাঁর মা মমতাজ বেগম। তিনি বলেন, অসুস্থ ছেলেকে তাঁর বুক থেকে তুলে নেওয়া হয়েছে। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নিখোঁজ ছেলের সন্ধান দাবি করেন তিনি।
গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
নিখোঁজ রহমত উল্লাহর মা মমতাজ বেগম বলেন, ‘আমার পাশেই ঘুমিয়ে ছিল, আমার পাশ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো, আজও ফিরে এল না। ছেলেকে আমার বুক থেকে নিয়ে গেছে। অসুস্থ শরীর নিয়ে কোথায় আছে। ছেলেকে ফেরত চাই।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলে দিন, আমি কোথায় কার কাছে গেলে আমার সন্তানকে ফিরে পাব।’
নিখোঁজ রহমত উল্লাহর বোন রাজিয়া আক্তার সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন, তাঁদের বাড়ি মানিকগঞ্জের ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে। রহমত উল্লাহ বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। তাঁদের বাবা অনেক আগেই মারা গেছেন। তাঁরা তিন ভাইবোন। রাজিয়ার অভিযোগ, ‘২০২৩ সালের ২৯ আগস্ট দিবাগত রাতে র্যাবের পোশাক এবং সাদাপোশাকের একটি দল আমাদের বাড়িতে যায়। রহমত উল্লাহর জ্বর থাকায় মায়ের পাশে শুয়ে ছিল। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বাড়ি এলে মা দরজা খুলে দেন। এ সময় আইন প্রয়োগকারী সংস্থার কয়েকজন সদস্য ঘরের ভেতরে ঢুকে রহমত উল্লাহকে জোর করে ধরে নিয়ে যান। কী কারণে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পরদিন আমার মা মানিকগঞ্জ ও ধামরাই যাওয়ার পর পুলিশ কোনো তথ্য দেয়নি। পরবর্তী সময় গত ৭ অক্টোবর ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করে। গুম হওয়ার পাঁচ মাস পরেও আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন।’
রাজিয়া বলেন, ‘আমার ভাই কোনো রাজনৈতিক দলের সদস্য না। তাঁর বিরুদ্ধে কোথাও কোনো মামলা ছিল না। এরপরেও সে যদি কোনো অন্যায় করে থাকে, দেশের প্রচলিত আইনে গ্রেপ্তার করে শাস্তি দিতে পারত। আমরা জানতে পারতাম সে কী অপরাধ করেছে। কিন্তু এখন আমরা কিছুই জানি না।’ র্যাব কার্যালয়, ডিবি অফিস, বিভিন্ন থানা ও হাসপাতাল ঘুরে কোথাও তাঁর খোঁজ মেলেনি বলেও জানান রাজিয়া।
সংবাদ সম্মেলনে মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলামসহ গুম হওয়া আরও কয়েকটি পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রায় পাঁচ মাস ধরে নিখোঁজ ছেলে রহমত উল্লাহর সন্ধান চেয়েছেন তাঁর মা মমতাজ বেগম। তিনি বলেন, অসুস্থ ছেলেকে তাঁর বুক থেকে তুলে নেওয়া হয়েছে। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নিখোঁজ ছেলের সন্ধান দাবি করেন তিনি।
গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
নিখোঁজ রহমত উল্লাহর মা মমতাজ বেগম বলেন, ‘আমার পাশেই ঘুমিয়ে ছিল, আমার পাশ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো, আজও ফিরে এল না। ছেলেকে আমার বুক থেকে নিয়ে গেছে। অসুস্থ শরীর নিয়ে কোথায় আছে। ছেলেকে ফেরত চাই।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলে দিন, আমি কোথায় কার কাছে গেলে আমার সন্তানকে ফিরে পাব।’
নিখোঁজ রহমত উল্লাহর বোন রাজিয়া আক্তার সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন, তাঁদের বাড়ি মানিকগঞ্জের ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে। রহমত উল্লাহ বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। তাঁদের বাবা অনেক আগেই মারা গেছেন। তাঁরা তিন ভাইবোন। রাজিয়ার অভিযোগ, ‘২০২৩ সালের ২৯ আগস্ট দিবাগত রাতে র্যাবের পোশাক এবং সাদাপোশাকের একটি দল আমাদের বাড়িতে যায়। রহমত উল্লাহর জ্বর থাকায় মায়ের পাশে শুয়ে ছিল। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বাড়ি এলে মা দরজা খুলে দেন। এ সময় আইন প্রয়োগকারী সংস্থার কয়েকজন সদস্য ঘরের ভেতরে ঢুকে রহমত উল্লাহকে জোর করে ধরে নিয়ে যান। কী কারণে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পরদিন আমার মা মানিকগঞ্জ ও ধামরাই যাওয়ার পর পুলিশ কোনো তথ্য দেয়নি। পরবর্তী সময় গত ৭ অক্টোবর ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করে। গুম হওয়ার পাঁচ মাস পরেও আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন।’
রাজিয়া বলেন, ‘আমার ভাই কোনো রাজনৈতিক দলের সদস্য না। তাঁর বিরুদ্ধে কোথাও কোনো মামলা ছিল না। এরপরেও সে যদি কোনো অন্যায় করে থাকে, দেশের প্রচলিত আইনে গ্রেপ্তার করে শাস্তি দিতে পারত। আমরা জানতে পারতাম সে কী অপরাধ করেছে। কিন্তু এখন আমরা কিছুই জানি না।’ র্যাব কার্যালয়, ডিবি অফিস, বিভিন্ন থানা ও হাসপাতাল ঘুরে কোথাও তাঁর খোঁজ মেলেনি বলেও জানান রাজিয়া।
সংবাদ সম্মেলনে মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলামসহ গুম হওয়া আরও কয়েকটি পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৫ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪৩ মিনিট আগে