নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত প্রার্থী বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আমাকে দলের সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কর্মী থেকে তো বহিষ্কার করেনি। বহিষ্কার করলেও দলের কর্মী সমর্থক হিসেবে কাজ করে যাব। রাজনীতি করতে গেলে একটি দলে থাকতে হয়। কিন্তু পদ-পদবি দরকার হয় না। আমার প্রতি নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে কেউ টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত মেনে নিলাম। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকব। অন্য কোনো প্ল্যাটফর্মে যাব না।’
আজ বুধবার দুপুরে শহরের মাসদাইর মজলুম মিলনায়তন প্রাঙ্গণে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসব কথা বলেন তৈমুর আলম খন্দকার।
তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখেছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে যদি কেউ নিজে থেকে নির্বাচন করতে চায় তাহলে দলের কোনো আপত্তি থাকবে না।’’ যার ফলে আমি নির্বাচন করেছি। খেটে খাওয়া মানুষের কথা ভেবে আমি নির্বাচন করেছি। আমি যখন মনোনয়ন কিনি, জমা দিই, বাছাই হয়, প্রতীক পাই তখন তো আমাকে দল থেকে কেউ কিছু বলেনি। বরং অনেকেই মেসেজ দিয়ে আমাকে উৎসাহিত করেছে। দলের এই সিদ্ধান্তে কারও প্রতি কোনো ক্ষোভ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অনুগত থাকব।’
তৈমুর আলম বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি এবং ইভিএমের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাব। অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা কেউ ইভিএম মেনে নেবেন না। এটা একটা ভোট ডাকাতির বাক্স।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১০ মিনিট আগে