আজকের পত্রিকা ডেস্ক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভিন্ন অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঝাড়ুদার, ক্লিনার, নাইটগার্ড, বাবুর্চিসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রায় ১৫ কোটি টাকার দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে কয়েকজন ছাড়া অন্য কাউকে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে আজ রোববার সকাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নির্দিষ্ট সময়ের আগেই পছন্দের ঠিকাদারদের দরপত্র জমা নেওয়ায়, বাকি ঠিকাদারেরা বিক্ষোভ করেন।
এ ঘটনার পর দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করেন দরপত্রবঞ্চিত ঠিকাদারেরা। তাঁরা বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এ চক্রের সঙ্গে জড়িত। তিনি যুবদল নেতা আনিসুর রহমানের সঙ্গে যোগসাজশে অন্য ঠিকাদারদের দরপত্র জমা দিতে দেন নাই।’
এর আগে দুপুর ১২টায় সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গিয়ে জানা যায়, ডিএনসির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে হট্টোগল হয় ঠিকাদারদের। নির্ধারিত কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র দিতে পারলেও অন্য কেউ দরপত্র দিতে পারেননি। একদল লোক মুখে মাস্ক পরে অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে তা দখলে নেন এবং অন্যদের দরপত্র দিতে বাধা দেন। এতে সেখানে ঠিকাদারদের মধ্যে হট্টগোল বাধে। বঞ্চিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা অধিদপ্তরের সামনে অবস্থান নেন। তাঁরা একপর্যায়ে প্রধান গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন। পরে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ সম্মেলনে ঠিকাদারদের পক্ষে গালফ সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এস খান স্বপন বলেন, অধিদপ্তরের পক্ষ থেকে তাঁদের সময় দেওয়া হয়েছিল সকাল ৯টা থেকে বেলা ১১টা। তাঁরা যথাসময়ে উপস্থিত হলে তাঁদের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। তাঁদের দরপত্র জমা দিতে দেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কিছু ঠিকাদার ১১টার পর এসেছেন। তাই তাঁদের দরপত্র নেওয়া হয়নি। এখানে কোনো অনিয়ম সুযোগ নেই।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভিন্ন অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঝাড়ুদার, ক্লিনার, নাইটগার্ড, বাবুর্চিসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রায় ১৫ কোটি টাকার দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে কয়েকজন ছাড়া অন্য কাউকে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে আজ রোববার সকাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নির্দিষ্ট সময়ের আগেই পছন্দের ঠিকাদারদের দরপত্র জমা নেওয়ায়, বাকি ঠিকাদারেরা বিক্ষোভ করেন।
এ ঘটনার পর দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করেন দরপত্রবঞ্চিত ঠিকাদারেরা। তাঁরা বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এ চক্রের সঙ্গে জড়িত। তিনি যুবদল নেতা আনিসুর রহমানের সঙ্গে যোগসাজশে অন্য ঠিকাদারদের দরপত্র জমা দিতে দেন নাই।’
এর আগে দুপুর ১২টায় সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গিয়ে জানা যায়, ডিএনসির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে হট্টোগল হয় ঠিকাদারদের। নির্ধারিত কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র দিতে পারলেও অন্য কেউ দরপত্র দিতে পারেননি। একদল লোক মুখে মাস্ক পরে অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে তা দখলে নেন এবং অন্যদের দরপত্র দিতে বাধা দেন। এতে সেখানে ঠিকাদারদের মধ্যে হট্টগোল বাধে। বঞ্চিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা অধিদপ্তরের সামনে অবস্থান নেন। তাঁরা একপর্যায়ে প্রধান গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন। পরে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ সম্মেলনে ঠিকাদারদের পক্ষে গালফ সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এস খান স্বপন বলেন, অধিদপ্তরের পক্ষ থেকে তাঁদের সময় দেওয়া হয়েছিল সকাল ৯টা থেকে বেলা ১১টা। তাঁরা যথাসময়ে উপস্থিত হলে তাঁদের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। তাঁদের দরপত্র জমা দিতে দেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কিছু ঠিকাদার ১১টার পর এসেছেন। তাই তাঁদের দরপত্র নেওয়া হয়নি। এখানে কোনো অনিয়ম সুযোগ নেই।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৯ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৪ মিনিট আগে