আজকের পত্রিকা ডেস্ক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভিন্ন অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঝাড়ুদার, ক্লিনার, নাইটগার্ড, বাবুর্চিসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রায় ১৫ কোটি টাকার দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে কয়েকজন ছাড়া অন্য কাউকে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে আজ রোববার সকাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নির্দিষ্ট সময়ের আগেই পছন্দের ঠিকাদারদের দরপত্র জমা নেওয়ায়, বাকি ঠিকাদারেরা বিক্ষোভ করেন।
এ ঘটনার পর দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করেন দরপত্রবঞ্চিত ঠিকাদারেরা। তাঁরা বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এ চক্রের সঙ্গে জড়িত। তিনি যুবদল নেতা আনিসুর রহমানের সঙ্গে যোগসাজশে অন্য ঠিকাদারদের দরপত্র জমা দিতে দেন নাই।’
এর আগে দুপুর ১২টায় সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গিয়ে জানা যায়, ডিএনসির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে হট্টোগল হয় ঠিকাদারদের। নির্ধারিত কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র দিতে পারলেও অন্য কেউ দরপত্র দিতে পারেননি। একদল লোক মুখে মাস্ক পরে অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে তা দখলে নেন এবং অন্যদের দরপত্র দিতে বাধা দেন। এতে সেখানে ঠিকাদারদের মধ্যে হট্টগোল বাধে। বঞ্চিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা অধিদপ্তরের সামনে অবস্থান নেন। তাঁরা একপর্যায়ে প্রধান গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন। পরে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ সম্মেলনে ঠিকাদারদের পক্ষে গালফ সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এস খান স্বপন বলেন, অধিদপ্তরের পক্ষ থেকে তাঁদের সময় দেওয়া হয়েছিল সকাল ৯টা থেকে বেলা ১১টা। তাঁরা যথাসময়ে উপস্থিত হলে তাঁদের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। তাঁদের দরপত্র জমা দিতে দেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কিছু ঠিকাদার ১১টার পর এসেছেন। তাই তাঁদের দরপত্র নেওয়া হয়নি। এখানে কোনো অনিয়ম সুযোগ নেই।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভিন্ন অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঝাড়ুদার, ক্লিনার, নাইটগার্ড, বাবুর্চিসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রায় ১৫ কোটি টাকার দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে কয়েকজন ছাড়া অন্য কাউকে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে আজ রোববার সকাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নির্দিষ্ট সময়ের আগেই পছন্দের ঠিকাদারদের দরপত্র জমা নেওয়ায়, বাকি ঠিকাদারেরা বিক্ষোভ করেন।
এ ঘটনার পর দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করেন দরপত্রবঞ্চিত ঠিকাদারেরা। তাঁরা বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এ চক্রের সঙ্গে জড়িত। তিনি যুবদল নেতা আনিসুর রহমানের সঙ্গে যোগসাজশে অন্য ঠিকাদারদের দরপত্র জমা দিতে দেন নাই।’
এর আগে দুপুর ১২টায় সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গিয়ে জানা যায়, ডিএনসির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে হট্টোগল হয় ঠিকাদারদের। নির্ধারিত কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র দিতে পারলেও অন্য কেউ দরপত্র দিতে পারেননি। একদল লোক মুখে মাস্ক পরে অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে তা দখলে নেন এবং অন্যদের দরপত্র দিতে বাধা দেন। এতে সেখানে ঠিকাদারদের মধ্যে হট্টগোল বাধে। বঞ্চিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা অধিদপ্তরের সামনে অবস্থান নেন। তাঁরা একপর্যায়ে প্রধান গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন। পরে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ সম্মেলনে ঠিকাদারদের পক্ষে গালফ সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এস খান স্বপন বলেন, অধিদপ্তরের পক্ষ থেকে তাঁদের সময় দেওয়া হয়েছিল সকাল ৯টা থেকে বেলা ১১টা। তাঁরা যথাসময়ে উপস্থিত হলে তাঁদের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। তাঁদের দরপত্র জমা দিতে দেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কিছু ঠিকাদার ১১টার পর এসেছেন। তাই তাঁদের দরপত্র নেওয়া হয়নি। এখানে কোনো অনিয়ম সুযোগ নেই।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৭ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১২ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৬ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে