উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখান থেকে পুলিশের ইউনিফর্ম, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ র্যাবের হাতে আটক হওয়া মাহমুদুল হাসান মুন্না ওরফে মনসুরকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
মুন্না পুলিশ সেজে ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আটককালে তাঁর কাছে থেকে পুলিশের পোশাকসহ ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
ডিএমপির দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাউদ্দিন সোমবার (২৭ মে) বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
তিনি বলেন, মাহমুদুল হাসান মুন্নাকে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তাঁর বিরুদ্ধে রমনা ও দক্ষিণখান থানায় আগে থেকেই তিনটি মামলা রয়েছে। সেগুলো বিচারাধীন।
এর আগে দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার উকিল আব্দুস সাত্তারের বাড়ির পঞ্চম তলা থেকে রোববার (২৬ মে) দুপুরে মুন্নাকে আটক করেছে র্যাব-১। পরে দক্ষিণখান থানায় র্যাব বাদী হয়ে মামলা করে।
মুন্না নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার হাফিজ উল্লাহ ওরফে আবুল মোকারমের ছেলে। দক্ষিণখানের নদ্দাপাড়া এলাকায় বসবাস করেন।
আটককালে তাঁর কাছ থেকে ২টি ওয়াকিটকি সেট, ১টি খেলনা পিস্তল, ২টি পুলিশ স্টিক, ১৬টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ১টি ছুরি, ১টি রাবার হাতুড়ি, ১টি মোটরসাইকেল, ১টি হ্যান্ডকাফ কভার, ২ সেট পুলিশের পোশাক, ২টি কালো হাতা কাটা জ্যাকেট, ১টি নীল রঙের পুলিশ ক্যাপ, ৩টি পিস্তল কভার, ১টি পুলিশ বেল্ট, ২টি চামড়ার মানিব্যাগ, ১টি পুলিশ মনোগ্রামযুক্ত হেলমেট, ১টি ইলেকট্রিক শক মেশিন, ১টি পেনড্রাইভ এবং ১টি স্মার্টওয়াচ উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভিত্তিতে দক্ষিণখানের নদ্দাপাড়া থেকে পুলিশের ইউনিফর্ম, জ্যাকেট, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ মুন্নাকে আটক করা হয়েছে।

রাজধানীর দক্ষিণখান থেকে পুলিশের ইউনিফর্ম, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ র্যাবের হাতে আটক হওয়া মাহমুদুল হাসান মুন্না ওরফে মনসুরকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
মুন্না পুলিশ সেজে ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আটককালে তাঁর কাছে থেকে পুলিশের পোশাকসহ ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
ডিএমপির দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাউদ্দিন সোমবার (২৭ মে) বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
তিনি বলেন, মাহমুদুল হাসান মুন্নাকে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তাঁর বিরুদ্ধে রমনা ও দক্ষিণখান থানায় আগে থেকেই তিনটি মামলা রয়েছে। সেগুলো বিচারাধীন।
এর আগে দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার উকিল আব্দুস সাত্তারের বাড়ির পঞ্চম তলা থেকে রোববার (২৬ মে) দুপুরে মুন্নাকে আটক করেছে র্যাব-১। পরে দক্ষিণখান থানায় র্যাব বাদী হয়ে মামলা করে।
মুন্না নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার হাফিজ উল্লাহ ওরফে আবুল মোকারমের ছেলে। দক্ষিণখানের নদ্দাপাড়া এলাকায় বসবাস করেন।
আটককালে তাঁর কাছ থেকে ২টি ওয়াকিটকি সেট, ১টি খেলনা পিস্তল, ২টি পুলিশ স্টিক, ১৬টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ১টি ছুরি, ১টি রাবার হাতুড়ি, ১টি মোটরসাইকেল, ১টি হ্যান্ডকাফ কভার, ২ সেট পুলিশের পোশাক, ২টি কালো হাতা কাটা জ্যাকেট, ১টি নীল রঙের পুলিশ ক্যাপ, ৩টি পিস্তল কভার, ১টি পুলিশ বেল্ট, ২টি চামড়ার মানিব্যাগ, ১টি পুলিশ মনোগ্রামযুক্ত হেলমেট, ১টি ইলেকট্রিক শক মেশিন, ১টি পেনড্রাইভ এবং ১টি স্মার্টওয়াচ উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভিত্তিতে দক্ষিণখানের নদ্দাপাড়া থেকে পুলিশের ইউনিফর্ম, জ্যাকেট, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ মুন্নাকে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৩৩ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে