সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ১৮ কোটি মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাদের এ বঞ্চনা ঘোচাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজ সোমবার সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘১৮ কোটি মানুষ এত দিন বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে। তাদের বঞ্চনার কথা কে দেখবে? আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চনাটা ঘোচাতে চাই। তারা এত দিনে সুযোগ এসেছে আমাদের, ইনশা আল্লাহ আমরা এ সুযোগটা নেব।’
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সিইসি নাসির উদ্দীন বলেন, ‘আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব না। জাতির কাছে যে ওয়াদা আমরা করেছি, সেই ওয়াদা পালনে আপনাদের সহযোগিতা ছাড়া লড়াই কঠিন হবে।’
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমদ ও আব্দুর রহমানেল মাছউদ।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা হালনাগাদ কার্যক্রম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং সুষ্ঠু ও নির্ভুল তথ্য নিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। হালনাগাদের সময় জন্মনিবন্ধন বা শিক্ষাসনদ অনুযায়ী নাম, বয়স ও ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ করা এবং দ্বৈত ভোটার বা দুবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না করার বিষয়ে তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার আহ্বান জানান। শতভাগ নির্ভুল হালনাগাদ ভোটার তালিকা করতে সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।
‘সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দিব’—স্লোগানে আজ ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া হালনাগাদ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিক এবং বিগত সময়ে যাঁরা হালনাগাদে বাদ পড়েছেন, তাঁদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ১৮ কোটি মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাদের এ বঞ্চনা ঘোচাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজ সোমবার সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘১৮ কোটি মানুষ এত দিন বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে। তাদের বঞ্চনার কথা কে দেখবে? আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চনাটা ঘোচাতে চাই। তারা এত দিনে সুযোগ এসেছে আমাদের, ইনশা আল্লাহ আমরা এ সুযোগটা নেব।’
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সিইসি নাসির উদ্দীন বলেন, ‘আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব না। জাতির কাছে যে ওয়াদা আমরা করেছি, সেই ওয়াদা পালনে আপনাদের সহযোগিতা ছাড়া লড়াই কঠিন হবে।’
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমদ ও আব্দুর রহমানেল মাছউদ।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা হালনাগাদ কার্যক্রম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং সুষ্ঠু ও নির্ভুল তথ্য নিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। হালনাগাদের সময় জন্মনিবন্ধন বা শিক্ষাসনদ অনুযায়ী নাম, বয়স ও ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ করা এবং দ্বৈত ভোটার বা দুবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না করার বিষয়ে তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার আহ্বান জানান। শতভাগ নির্ভুল হালনাগাদ ভোটার তালিকা করতে সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।
‘সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দিব’—স্লোগানে আজ ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া হালনাগাদ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিক এবং বিগত সময়ে যাঁরা হালনাগাদে বাদ পড়েছেন, তাঁদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে।

মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।
২৭ মিনিট আগে
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে।
৩২ মিনিট আগে
গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১ ঘণ্টা আগে