নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদ সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখী মানুষের ট্রেনে ঈদযাত্রা। যাঁরা গত ২১ মে অগ্রিম টিকিট কেটেছিলেন তাঁরাই আজ যাত্রা করছেন। ফলে আজ শনিবার সকাল থেকেই রেলস্টেশনে ঈদের যাত্রীদের উপস্থিতি দেখা গেছে। তবে ভিড় তুলনামূলক কম। ট্রেনগুলোও ছাড়ছে নির্ধারিত সময়েই।
কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে চেকিং ব্যবস্থা বেশ কড়াকড়ি। কাউকে বিনা টিকিটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্ল্যাটফর্মে প্রবেশের আগে তিন স্তরে টিকিট চেকপোস্ট বসানো হয়েছে।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. শাজেদুল ইসলাম বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ১২টি আন্তনগর এবং পাঁচটি লোকাল ও কমিউটার ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে। এখন পর্যন্ত সব ট্রেন নির্ধারিত সময়ের ছেড়ে গেছে। আশা করছি আজকে সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে যাবে। স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ট্রেনেও যেতে দেওয়া হচ্ছে না।’
যাত্রীদের অনেকেই পরিবার-পরিজনকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন ভিড় এড়াতে। স্টেশনে দেখা গেছে, কেউ একা কেউবা ছোট ছোট দলে ট্রেনে উঠছেন।
মোহাম্মদ শামীম পেশায় ব্যাংক কর্মকর্তা, কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন, তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর একসঙ্গে রওনা দিয়ে অনেক কষ্ট হয়েছিল। এবার স্ত্রী আর ছেলেমেয়েকে আগেভাগেই পাঠিয়ে দিচ্ছি। আমি চার দিন পর যাব। পরিবার ঠিকমতো পৌঁছাবে এটাই সবচেয়ে বড় শান্তি।’
বেসরকারি চাকরিজীবী আসমা আক্তার বলেন, ‘আমার বাবা-মা আগে থেকেই গ্রামের বাড়িতে। আজ মেয়ে আর ছেলেকে পাঠাচ্ছি খালার সঙ্গে। অফিস ছুটি হবে আগামী ৫ তারিখ, ফলে ঢাকায় আরও কিছুদিন থাকতে হবে এরপর যাব। এখন ট্রেন ঠিক সময়ে ছাড়ছে, এটা বড় ভরসা।’
তবে টিকিট না পেয়ে কিছু যাত্রীকে স্ট্যান্ডিং টিকিটেই বাড়ি ফিরতে দেখা গেছে। কেউ কেউ শেষ মুহূর্তে এসে টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।
ময়মনসিংহের যাত্রী রাবেয়া খাতুন বলেন, ‘অনলাইনেও চেষ্টা করেছি, কাউন্টারে গিয়েও পাইনি। আজ স্ট্যান্ডিং টিকিট পেয়েছি, বসার সুযোগ হয়তো পাব না, তবুও বাড়ি তো ফিরছি।’
এবার ঈদে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করছে সারা দেশে। এসব ট্রেনের মোট আসনসংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে স্টেশনের কাউন্টার থেকে। এ ছাড়া ১০টি স্পেশাল ট্রেন চলবে। আগামী ৪ জুন থেকে স্পেশাল ট্রেন চলাচল শুরু হবে। স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হবে কাউন্টারে।

ঈদ সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখী মানুষের ট্রেনে ঈদযাত্রা। যাঁরা গত ২১ মে অগ্রিম টিকিট কেটেছিলেন তাঁরাই আজ যাত্রা করছেন। ফলে আজ শনিবার সকাল থেকেই রেলস্টেশনে ঈদের যাত্রীদের উপস্থিতি দেখা গেছে। তবে ভিড় তুলনামূলক কম। ট্রেনগুলোও ছাড়ছে নির্ধারিত সময়েই।
কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে চেকিং ব্যবস্থা বেশ কড়াকড়ি। কাউকে বিনা টিকিটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্ল্যাটফর্মে প্রবেশের আগে তিন স্তরে টিকিট চেকপোস্ট বসানো হয়েছে।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. শাজেদুল ইসলাম বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ১২টি আন্তনগর এবং পাঁচটি লোকাল ও কমিউটার ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে। এখন পর্যন্ত সব ট্রেন নির্ধারিত সময়ের ছেড়ে গেছে। আশা করছি আজকে সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে যাবে। স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ট্রেনেও যেতে দেওয়া হচ্ছে না।’
যাত্রীদের অনেকেই পরিবার-পরিজনকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন ভিড় এড়াতে। স্টেশনে দেখা গেছে, কেউ একা কেউবা ছোট ছোট দলে ট্রেনে উঠছেন।
মোহাম্মদ শামীম পেশায় ব্যাংক কর্মকর্তা, কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন, তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর একসঙ্গে রওনা দিয়ে অনেক কষ্ট হয়েছিল। এবার স্ত্রী আর ছেলেমেয়েকে আগেভাগেই পাঠিয়ে দিচ্ছি। আমি চার দিন পর যাব। পরিবার ঠিকমতো পৌঁছাবে এটাই সবচেয়ে বড় শান্তি।’
বেসরকারি চাকরিজীবী আসমা আক্তার বলেন, ‘আমার বাবা-মা আগে থেকেই গ্রামের বাড়িতে। আজ মেয়ে আর ছেলেকে পাঠাচ্ছি খালার সঙ্গে। অফিস ছুটি হবে আগামী ৫ তারিখ, ফলে ঢাকায় আরও কিছুদিন থাকতে হবে এরপর যাব। এখন ট্রেন ঠিক সময়ে ছাড়ছে, এটা বড় ভরসা।’
তবে টিকিট না পেয়ে কিছু যাত্রীকে স্ট্যান্ডিং টিকিটেই বাড়ি ফিরতে দেখা গেছে। কেউ কেউ শেষ মুহূর্তে এসে টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।
ময়মনসিংহের যাত্রী রাবেয়া খাতুন বলেন, ‘অনলাইনেও চেষ্টা করেছি, কাউন্টারে গিয়েও পাইনি। আজ স্ট্যান্ডিং টিকিট পেয়েছি, বসার সুযোগ হয়তো পাব না, তবুও বাড়ি তো ফিরছি।’
এবার ঈদে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করছে সারা দেশে। এসব ট্রেনের মোট আসনসংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে স্টেশনের কাউন্টার থেকে। এ ছাড়া ১০টি স্পেশাল ট্রেন চলবে। আগামী ৪ জুন থেকে স্পেশাল ট্রেন চলাচল শুরু হবে। স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হবে কাউন্টারে।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে