নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ডিসেম্বর মাসে চালু হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত এই ট্রেন চলাচল করবে। শুরুতে ১০ মিনিট পরপর ট্রেন চালানো হবে। যাত্রী বেড়ে গেলে এবং যাত্রীরা কিছুটা অভ্যস্ত হয়ে উঠলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের বিরতি কমিয়ে আনা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এম এ এন সিদ্দিক বলেন, ডিসেম্বরে চালু করার জন্য প্রতি সেটে ছয়টি বগি ধরে মোট ১০ সেট ট্রেন প্রস্তুত করা হয়েছে।
সিদ্দিক আরও বলেন, ‘মেট্রোরেল চালুর প্রস্তুতির অংশ হিসেবে, আগামী ১ সেপ্টেম্বর থেকে সমন্বিত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে। এ সময় ট্রেনের বৈদ্যুতিক ও সংকেত ব্যবস্থাসহ সবকিছু ঠিকঠাক চলে কিনা পরীক্ষা করা হবে। অক্টোবর থেকে সিমুলেটরের মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে। পরীক্ষার শেষ ধাপে চলাচল করবে যাত্রীবিহীন ট্রেন। ডিসেম্বরে যাত্রীসহ চলাচল শুরু হবে।’
আগামী ১৬ ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধনের সম্ভাবনা আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মেট্রোরেলে ভাড়া কেমন হবে, এমন প্রশ্নের জবাবে এম এ এন সিদ্দিক বলেন, খুব শিগগিরই ভাড়ার হার ঘোষণা করা হবে।
মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হয় ২০১২ সালে। তবে নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ২২ হাজার কোটি টাকা। তবে প্রকল্প ব্যয় বেড়ে এখন দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

আগামী ডিসেম্বর মাসে চালু হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত এই ট্রেন চলাচল করবে। শুরুতে ১০ মিনিট পরপর ট্রেন চালানো হবে। যাত্রী বেড়ে গেলে এবং যাত্রীরা কিছুটা অভ্যস্ত হয়ে উঠলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের বিরতি কমিয়ে আনা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এম এ এন সিদ্দিক বলেন, ডিসেম্বরে চালু করার জন্য প্রতি সেটে ছয়টি বগি ধরে মোট ১০ সেট ট্রেন প্রস্তুত করা হয়েছে।
সিদ্দিক আরও বলেন, ‘মেট্রোরেল চালুর প্রস্তুতির অংশ হিসেবে, আগামী ১ সেপ্টেম্বর থেকে সমন্বিত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে। এ সময় ট্রেনের বৈদ্যুতিক ও সংকেত ব্যবস্থাসহ সবকিছু ঠিকঠাক চলে কিনা পরীক্ষা করা হবে। অক্টোবর থেকে সিমুলেটরের মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে। পরীক্ষার শেষ ধাপে চলাচল করবে যাত্রীবিহীন ট্রেন। ডিসেম্বরে যাত্রীসহ চলাচল শুরু হবে।’
আগামী ১৬ ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধনের সম্ভাবনা আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মেট্রোরেলে ভাড়া কেমন হবে, এমন প্রশ্নের জবাবে এম এ এন সিদ্দিক বলেন, খুব শিগগিরই ভাড়ার হার ঘোষণা করা হবে।
মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হয় ২০১২ সালে। তবে নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ২২ হাজার কোটি টাকা। তবে প্রকল্প ব্যয় বেড়ে এখন দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৯ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৬ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২৩ মিনিট আগে