জাবি প্রতিনিধি

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত চার দফা দাবি আগামী ৩০ মার্চের মধ্যে বাস্তবায়ন না হলে কর্মবিরতি পালনসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
অফিসার সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আজিম উদ্দিন রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে–সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে প্রকাশিত অফিসারদের পদোন্নতি নীতিমালা বাতিল করা করা, পূর্বের নীতিমালা অনুযায়ী আপ-গ্রেডিং চালু রাখা, সমিতি কর্তৃক প্রস্তাবিত পদোন্নতি নীতিমালার সুপারিশ জরুরি সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়ন করা ও নতুন রিভিউ কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি–সাধারণ সম্পাদকের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
এ ছাড়া প্রশাসন-২ শাখার ডেপুটি রেজিস্ট্রার এ বি এম কামরুজ্জামানকে ৩০ মার্চের মধ্যে রেজিস্ট্রার অফিস থেকে বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
ডেপুটি রেজিস্ট্রার আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৯ মার্চ সিন্ডিকেটে গৃহীত পদোন্নতি নীতিমালার প্রেক্ষিতে অফিসারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সে প্রেক্ষিতে আমরা সাধারণ সভার মাধ্যমে এসব দাবি জানিয়েছি প্রশাসনের কাছে।’ এ জন্য কাল মঙ্গলবার উপাচার্যের কাছে লিখিত দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আগামী ৩০ মার্চের মধ্যে পদোন্নতি সংক্রান্ত আমাদের চার দাবি বাস্তবায়নের না হলে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন ও কঠোর আন্দোলন করা হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমি এখনো এসব বিষয়ে কিছু না জানায় মন্তব্য করতে পারছি না।’

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত চার দফা দাবি আগামী ৩০ মার্চের মধ্যে বাস্তবায়ন না হলে কর্মবিরতি পালনসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
অফিসার সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আজিম উদ্দিন রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে–সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে প্রকাশিত অফিসারদের পদোন্নতি নীতিমালা বাতিল করা করা, পূর্বের নীতিমালা অনুযায়ী আপ-গ্রেডিং চালু রাখা, সমিতি কর্তৃক প্রস্তাবিত পদোন্নতি নীতিমালার সুপারিশ জরুরি সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়ন করা ও নতুন রিভিউ কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি–সাধারণ সম্পাদকের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
এ ছাড়া প্রশাসন-২ শাখার ডেপুটি রেজিস্ট্রার এ বি এম কামরুজ্জামানকে ৩০ মার্চের মধ্যে রেজিস্ট্রার অফিস থেকে বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
ডেপুটি রেজিস্ট্রার আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৯ মার্চ সিন্ডিকেটে গৃহীত পদোন্নতি নীতিমালার প্রেক্ষিতে অফিসারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সে প্রেক্ষিতে আমরা সাধারণ সভার মাধ্যমে এসব দাবি জানিয়েছি প্রশাসনের কাছে।’ এ জন্য কাল মঙ্গলবার উপাচার্যের কাছে লিখিত দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আগামী ৩০ মার্চের মধ্যে পদোন্নতি সংক্রান্ত আমাদের চার দাবি বাস্তবায়নের না হলে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন ও কঠোর আন্দোলন করা হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমি এখনো এসব বিষয়ে কিছু না জানায় মন্তব্য করতে পারছি না।’

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১ ঘণ্টা আগে