নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আমাদের ছুটি হয়ে গিয়েছিল। ছুটির পর স্বাভাবিকভাবে আমরা বাসায় চলে আসি। কিন্তু হঠাৎ ভয়ংকর একটি শব্দ হয়। পেছন ফিরে তাকিয়ে দেখি, দাউ দাউ করে আগুন জ্বলছে। তা-ও আমাদের প্রাইমারি স্কুল সেকশনে। কী ঘটনা হয়েছে, তা জানতে স্বাভাবিকভাবে যাই ওইখানে। পরে দেখি, অনেকে খুব মারাত্মক আহত হয়েছে। দু-তিনটি বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, আপু, বাঁচাও।’
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর ভাষ্য এটি। গতকাল এমনই বিভীষিকার সাক্ষী হয়েছে রাজধানীর উত্তরার এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান সেখানকার একটি ভবনের ওপর পড়ে বিধ্বস্ত হয়।
প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির শিক্ষার্থী সায়েম জানায়, সে বেলা ১টা ১০ মিনিটের পর বিকট শব্দ শুনতে পায়। এ সময় তারা কলেজটির ৪ নম্বর ভবনের একটি শ্রেণিকক্ষে ছিল। দৌড়ে এসে দেখতে পায়, হায়দার আলী ভবনে আগুন জ্বলছে।
এক শিক্ষক বলেন, ‘ছুটি হয়ে গিয়েছিল। শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। মুহূর্তেই দেখি, চারপাশে আগুন ছড়িয়ে পড়ছে। ধোঁয়ার মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। আমি শুধু আগুনের তাপ অনুভব করছিলাম...আমার হাত পুড়ে যায়, মুখ ঝলসে যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনার ভয়াবহতা লিখে পোস্ট করেন অনেকে। বিকেলের দিকে শাহরিন ইসলাম নামের একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়। আহত শিক্ষার্থী রাফিয়ার ছবিসহ সে পোস্টে লেখা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী রাফসি আক্তার রাফিয়া উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে। ‘খালপাড় ২ নম্বর ব্রিজ’ ছাড়া রাফিয়া আর কোনো কথা বলতে পারছিল না।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তৃতীয় শ্রেণির জুনায়েত হাসানকে। বিকেল পর্যন্ত তার অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আইডি থেকে তার অভিভাবকের সন্ধানে পোস্ট করা হয়। বিকেলে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় শিশুটি।

‘আমাদের ছুটি হয়ে গিয়েছিল। ছুটির পর স্বাভাবিকভাবে আমরা বাসায় চলে আসি। কিন্তু হঠাৎ ভয়ংকর একটি শব্দ হয়। পেছন ফিরে তাকিয়ে দেখি, দাউ দাউ করে আগুন জ্বলছে। তা-ও আমাদের প্রাইমারি স্কুল সেকশনে। কী ঘটনা হয়েছে, তা জানতে স্বাভাবিকভাবে যাই ওইখানে। পরে দেখি, অনেকে খুব মারাত্মক আহত হয়েছে। দু-তিনটি বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, আপু, বাঁচাও।’
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর ভাষ্য এটি। গতকাল এমনই বিভীষিকার সাক্ষী হয়েছে রাজধানীর উত্তরার এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান সেখানকার একটি ভবনের ওপর পড়ে বিধ্বস্ত হয়।
প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির শিক্ষার্থী সায়েম জানায়, সে বেলা ১টা ১০ মিনিটের পর বিকট শব্দ শুনতে পায়। এ সময় তারা কলেজটির ৪ নম্বর ভবনের একটি শ্রেণিকক্ষে ছিল। দৌড়ে এসে দেখতে পায়, হায়দার আলী ভবনে আগুন জ্বলছে।
এক শিক্ষক বলেন, ‘ছুটি হয়ে গিয়েছিল। শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। মুহূর্তেই দেখি, চারপাশে আগুন ছড়িয়ে পড়ছে। ধোঁয়ার মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। আমি শুধু আগুনের তাপ অনুভব করছিলাম...আমার হাত পুড়ে যায়, মুখ ঝলসে যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনার ভয়াবহতা লিখে পোস্ট করেন অনেকে। বিকেলের দিকে শাহরিন ইসলাম নামের একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়। আহত শিক্ষার্থী রাফিয়ার ছবিসহ সে পোস্টে লেখা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী রাফসি আক্তার রাফিয়া উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে। ‘খালপাড় ২ নম্বর ব্রিজ’ ছাড়া রাফিয়া আর কোনো কথা বলতে পারছিল না।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তৃতীয় শ্রেণির জুনায়েত হাসানকে। বিকেল পর্যন্ত তার অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আইডি থেকে তার অভিভাবকের সন্ধানে পোস্ট করা হয়। বিকেলে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় শিশুটি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে