উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীতে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর দক্ষিণখান, উত্তরখান ও বাংলামোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৮ এপ্রিল) তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
উপপুলিশ কমিশনার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ডিসি তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মারুফ হোসেন সিফাতকে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম গ্রেপ্তার করে। সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি টিম আজ রাত ৯টার দিকে উত্তরখানের দেওয়ানবাড়ি এলাকা থেকে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেপ্তার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।
অন্যদিকে বাংলামোটর থেকে রাত সাড়ে ৮টার দিকে দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। রাসেলের দলীয় পদবি না থাকলেও ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাঈদুর রহমান সাঈদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল-মিটিং করতেন এবং বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত ছিলেন মর্মে জানা যায় বলেও জানান ডিসি তালেবুর রহমান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

রাজধানীতে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর দক্ষিণখান, উত্তরখান ও বাংলামোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৮ এপ্রিল) তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
উপপুলিশ কমিশনার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ডিসি তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মারুফ হোসেন সিফাতকে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম গ্রেপ্তার করে। সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি টিম আজ রাত ৯টার দিকে উত্তরখানের দেওয়ানবাড়ি এলাকা থেকে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেপ্তার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।
অন্যদিকে বাংলামোটর থেকে রাত সাড়ে ৮টার দিকে দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। রাসেলের দলীয় পদবি না থাকলেও ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাঈদুর রহমান সাঈদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল-মিটিং করতেন এবং বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত ছিলেন মর্মে জানা যায় বলেও জানান ডিসি তালেবুর রহমান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১২ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৫ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৪০ মিনিট আগে